আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ অগাস্ট ২০১৬, মঙ্গলবার |

kidarkar

পরিবর্তন ছাড়াই নিরীক্ষা প্যানেল হালনাগাদ করেছে বিএসইসি

BSECশেয়ারবাজার রিপোর্ট: কোন প্রকার পরিবর্তন ও পরিবর্ধন ছাড়াই নিরীক্ষা প্যানেল হালনাগাদ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এ প্রসঙ্গে কমিশনের এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্যানেলে স্থান পাওয়া নিরীক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে গত এক বছরে কোন অভিযোগ পাওয়া যায়নি। তাছাড়া তাদের কার্যক্রমও সন্তোষজনক ছিল বিধায় কোন পরিবর্তন ছাড়াই আগের প্যানেলটিকেই অনুমোদন করেছে বিএসইসি। কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

কমিশনের নির্বাহী পরিচালক মো: হাসান মাহমুদ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে গত ২৮ জুলাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিতে নির্দেশনাটি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে নতুন নির্দেশনাটি এক আগস্ট, ২০১৬ থেকে কার্যকর হয়েছে।

এর আগে, গতবছরের জুলাই মাসে বিএসইসির ৫৫০তম কমিশন সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির হিসাব নীরিক্ষায় বিদ্যমান অনিয়ম বন্ধ এবং নিরীক্ষকদের জবাবদিহিতায় আনার জন্য নিরীক্ষা প্যানেলে প্রস্তুত করেছে বিএসইসি। এক নির্দেশনায় কমিশন বলেছে, নিরীক্ষকদের কর্মদক্ষতা ও অন্যান্য বিষয় বিবেচনা করে সময়ে সময়ে গঠিত প্যানেল হালনাগাদ করা হবে।

বিএসইসি’র নিজস্ব ওয়েবসাইটেও এ তালিকা প্রকাশ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, তালিকাভুক্ত ও তালিকাভুক্ত হতে ইচ্ছুক কোম্পানি প্যানেলের বাহিরের কোন নিরীক্ষক দিয়ে আর্থিক প্রতিবেদনের অডিট করাতে পারবে না।

এই বিষয়ে বিএসইসি’র মুখপাত্র মো: সাইফুর রহমান শেয়ারবাজারনিউজ ডটকমকে বলেন, আইন অনুযায়ী তালিকাভুক্ত কোন কোম্পানি প্যানেলের বাহিরের অন্য কোন অডিট ফার্মকে দিয়ে অডিট করাতে পারবে না। এতে আর্থিক প্রতিবেদন তৈরিতে স্বচ্ছতা নিশ্চিত হবে। পাশাপাশি অডিট ফার্মগুলোরও জবাবদিহিতা তৈরি হবে।

বিএসইসির তালিকায় স্থান পাওয়া নিরীক্ষা কোম্পানিগুলো হলো- এ কাশেম অ্যান্ড কোম্পানি, এ ওহাব অ্যান্ড কোম্পানি, একনাবিন, আহমেদ অ্যান্ড আখতার, আহমেদ মাসুক অ্যান্ড কোম্পানি, আহমেদ জাকির অ্যান্ড কোম্পানি, আর্টিসান, আশরাফ উদ্দিন অ্যান্ড কোম্পানি, আজিজ হালিম খায়ের চৌধুরী, জি কিবরিয়া অ্যান্ড কোম্পানি, হুদা ভাসি চৌধুরী, হাওলাদার ইউনুস অ্যান্ড কোম্পানি, হোসাইন ফরহাদ অ্যান্ড কোম্পানি, ইসলাম আফতাব কামরুল অ্যান্ড কোম্পানি, ইসলাম গাজী শফিক অ্যান্ড কোম্পানি, কে এম আলম অ্যান্ড কোম্পানি, কে এম হাছান অ্যান্ড কোম্পানি, খান ওহাব শফিক রহমান অ্যান্ড কোম্পানি, এম জে আবেদিন অ্যান্ড কোম্পানি,  ম্যাবস অ্যান্ড জে পার্টনারস, ম্যাফেল হক অ্যান্ড কোম্পানি, মালেক সিদ্দিকী অলি, মাসিহ মুহিত হক অ্যান্ড কোম্পানি, নুরুল ফারুক হাসান অ্যান্ড কোম্পানি, অক্টোখান, পিনাকী অ্যান্ড কোম্পানি, রহমান মোস্তফা আলম অ্যান্ড কোম্পানি, রহমান রহমান হক, এস এফ আহমেদ অ্যান্ড কোম্পানি, এস কে বড়ুযা অ্যান্ড কোম্পানি, শফিক বসাক অ্যান্ড কোম্পানি, ফেমস (এফএএমএস) এন্ড আর (পূর্বের নাম শাহাদাত রশিদ অ্যান্ড কোম্পানি), সিরাজ খান বসাক অ্যান্ড কোম্পানি, সাইফুল শামসুল আলম অ্যান্ড কোম্পানি, তোহা খান জামান অ্যান্ড কোম্পানি, জোহা জামান কবির রশিদ অ্যান্ড কোম্পানি।

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.