আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১২ মার্চ ২০১৫, বৃহস্পতিবার |

kidarkar

সিডিবিএলের কারিগরি ত্রুটি:রোববার সিদ্ধান্ত নেবে বিএসইসি

বিএসইসিশেয়ারবাজার রিপোর্ট : বৃহস্পতিবার নির্ধারিত সময়ের মধ্যে শেয়ারবাজারে  সিকিউরিটিজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলো শেয়ার লেনদেনের সমন্বয় (সেটেলমেন্ট) করতে পারেনি  সেন্ট্রাল ডিপোজিটারি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। কারিগরি ত্রুটির কারনে দিনের লেনদেন ক্লিয়ারি শেষ হওয়ার প্রায় চার ঘন্টা হয়ে গেলেও লেনদেন সমন্বয় করা সম্ভব হয়নি।

এদিকে সিডিবিএলের কারগরি ত্রুটি সম্পর্কে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) অবহিত করা হয়েছে। আগামী রোববার এ বিষয়ে বিএসইসি সিদ্ধান্ত নেবে বলে শেয়ারবাজার নিউজ ডটকমকে জানিয়েছেন বিএসইসি নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান। তিনি জানান,সিডিবিএলের কারিগরি ত্রুটির বিষয়ে আমরা জেনেছি। এ বিষয়ে অনুসন্ধান করার প্রয়োজন মনে করলে বিএসইসি কমিটি গঠন করবে। রোববার এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত,বৃহস্পতিবার দিনের লেনদেন শেষ হওয়ার প্রায় চার ঘন্টা হয়ে গেলেও শেয়ার লেনদেনের সেটেলমেন্ট হয়নি।  ক্লোজিং সফটওয়্যার (ইওডি) কারিগরি ত্রুটির কারণে কাজ করছে না। সাধারণত বিকাল পাঁচটার মধ্যেই ক্লিয়ারিং শেষ হয়ে যাবার কথা থাকলেও আজ তা হচ্ছে না। সিকিউরিটিজ হাউজগুলো বলছে এমন সমস্যা এর আগেও বেশ কয়েকবার হয়েছে। তবে সিডিবিএল বলছে এ ধরণের সমস্যা এই প্রথম হয়েছে।

শেয়ারবাজার/সা/তু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.