আজ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ইং, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৩ অগাস্ট ২০১৬, বুধবার |

kidarkar

বিদ্যুৎ কোম্পানির কর অব্যাহতি সুবিধা ২০১৯ পর্যন্ত বেড়েছে

NBR_SharebazarNewsশেয়ারবাজার রিপোর্ট: দেশের অধিকাংশ বেসরকারি বিদুৎ কেন্দ্রগুলো এখনও উৎপাদনে যেতে পারেনি। মূলত জ্বালানি সঙ্কটে এ অবস্থা তৈরি হয়েছে বলে মনে করছেন নীতি-নির্ধারকেরা। এরজন্য কোম্পানিগুলোর করমুক্ত সুবিধা বহাল রাখতে চাইছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের নির্দেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সম্পর্কে একটি পরিপত্র জারি করেছে। এতে বলা হয়েছে, করমুক্ত সুবিধা ২০১৯ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে বিদ্যুৎ কোম্পানিগুলোকে উৎপাদনে যেতে হবে। এর আগে কর অব্যাহতি সুবিধা পেতে ২০১৬ সালের জুনের মধ্যে উৎপাদনে যেতে সময় বেধে দিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এর আগে, বিষয়টি বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই ইলাহিও এনবিআর চেয়ারম্যান বরাবর সুপারিশ নামা পাঠান। এর পরিপ্রেক্ষিতে কর অব্যাহতি সুবিধা বহাল রেখে উৎপাদনে যেতে আরো ৩ বছর সময় বাড়িয়েছে এনবিআর। এর ফলে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত উৎপাদনে যাওয়ার সময় পেল বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো।

বিষয়টি নিয়ে জারিকরা পরিপত্রে বলা হয়, ২০১৯ সালের ডিসেম্বরে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরুর পর পরবর্তী ১৫ বছর পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্রগুলো মুনাফার ওপর প্রযোজ্য কর অব্যাহতির ‍সুবিধা ভোগ করবে। এ ছাড়া বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কর্মরত বিদেশিদের আয়ের ওপর ৩ বছরের জন্য আয়কর অব্যাহতি, কেন্দ্র নির্মাণে বৈদেশিক ঋণের সুদের ওপর আরোপিত কর, বিদ্যুৎ কেন্দ্রের রয়েলিটি খরচসহ অন্যান্য খরচ ও শেয়ার হস্তান্তরের সময় মূলধনী মুনাফার ওপর আরোপিত কর অব্যাহতি সুবিধা দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, দেশের বিদ্যুৎ খাতে কেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে এনবিআর কর অব্যাহতি সুবিধা দিয়ে আসছে। তবে এ ক্ষেত্রে এনবিআর কিছু শর্ত দিলেও সরকারের ঊর্ধ্বতন মহলের নির্দেশনায় তা সংশোধন করা হয়েছে।

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.