আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৩ অগাস্ট ২০১৬, বুধবার |

kidarkar

সত্যিই চান কি জীবনটাকে নতুন করে সাজাতে…

imagesশেয়ারবাজার ডেস্ক: অতীতের ভুলভ্রান্তি ভুলে নতুন করে জীবনটাকে সাজাতে কে না চায় বলুন? কিন্তু সমস্যা হচ্ছে আমরা একই ভুল পুনরায় আবার করে ফেলি এবং আবার আফসোস করতে থাকি। কিন্তু মানুষের জীবনে সুযোগ বারবার আসে না। যদি আপনি সত্যিই চান জীবনটাকে একবারে নতুন করে শুরু করতে তাহলে কিছু বিষয়ের দিকে নজর দিতে হবে আজ থেকেই। এবং আজ থাকেই বাদ দিতে হবে অতীত জীবনের কালো অধ্যায়টি। মেনে চলতে হবে ছোট্ট কিছু বিষয়, নতুন জীবনটাকে সাজিয়ে তুলতে চাইলে।

১) অতীত সম্পর্কে চিন্তা একেবারেই বন্ধ করুন

নিজের জীবনটা নতুন করে শুরু করতে চাইলে অবশ্যই অতীতের সবকিছু ছেড়ে দিতে হবে। শুধু চোখের আড়াল করাই নয় সকল বিষয়কে মনে আড়াল করতে হবে। যদিও কাজটি খুব সহজ কিছু নয় তারপরও নিজের বর্তমান এবং ভবিষ্যতের খাতিরে এইটুকু কষ্ট করতেই হবে। একেবারেই ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে ফেলে আসা দুঃখগুলো।

২) নিজেকে দোষারোপ করা বন্ধ করতে হবে

‘আমি অপয়া, অভাগা’, ‘আমাকে দিয়ে কিছুই হবে না’, ‘সব আমার দোষ’, ‘আমিই খারাপ’ এই ধরণের দোষারোপ করা বন্ধ করুন নিজেকে। প্রথমে নিজেকে ভালবসাতে শিখুন, নিজেকে মাফ করতে শিখুন। মানুষের দ্বারাই ভুল হওয়া সম্ভব, আপনাকে দিয়েও কোনো ভুল কাজ হয়েছে। কিন্তু তাই বলে নিজেকে এমন কোনো শাস্তি দেয়া উচিত নয় যার কারণে নিজের আত্মবিশ্বাস আরও নিচু হতে থাকে। নিজেকে এতো দোষারোপের কারণে নিজের আত্মবিশ্বাস নিজেই ভেঙে ফেলছেন আপনি। নতুন করে সবকিছু শুরু করতে চাইলে এই কাজটি করা যাবে না একেবারেই।

৩) অন্যের পরামর্শ নিন, নিজের মতামত একেবারে পরিবর্তন নয়

নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিন। অন্যের পরামর্শ নিতে পারেন কিন্তু কখনোই এই পরামর্শ নিয়ে নিজের বিরুদ্ধে নিজের মতামত পরিবর্তন করবেন না কখনোই। অর্থাৎ নিজের সিদ্ধান্ত নিজেই নেবেন অন্যের দ্বারা প্রভাবিত হয়ে ভুল করবেন না কখনোই। পরামর্শ নেয়া আর প্রভাবিত হওয়ার মধ্যে পার্থক্য।

৪) ‘আমি পারবো না’ কে ‘আমি পারবো’ তে পরিবর্তন করুন

‘আমি পারবো না’ এই নেতিবাচক চিন্তাটি নতুন করে জীবন শুরু করাকে বাঁধা প্রদান করে। অতীতকে ছেড়ে দেয়ার চিন্তাকে মনে করে এবং নতুন জীবন শুরু করতে গিয়েই যদি বলেন, ‘আমি পারবো না’ তাহলে তো কিছুই হবে না। আপনার এই পারবো না মানসিকতা পরিবর্তন করে আমি পারবোতে রূপান্তরিত করে নিন। তাহলেই নতুন করে জীবন শুরু করতে সমস্যা হবে না আর।

শেয়ারবাজারনিউজ/মা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.