আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৬ জানুয়ারী ২০১৫, মঙ্গলবার |

kidarkar

গেইনারের শীর্ষে শাহজিবাজার

Shajibajar_Power copyঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। মঙ্গলবার এ শেয়ারটির দর ১৭.১০ টাকা বা ১০.০১ শতাংশ বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে।

এদিন শেয়ারটি সর্বশেষ ১৮৮ টাকা দরে লেনদেন হয়। কোম্পানির ৭৭ হাজার ৩১টি শেয়ার ৫৪৬ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ১ কোটি ৩১ লাখ টাকা।

গতকাল এই শেয়ারটির সমাপনী দর ছিল ১৭০.৯০ টাকা।

এছাড়া টপটেন গেইনারে রয়েছে আরও দুই নতুন কোম্পানি। হামিদ ফেব্রিক্স গেইনারের পঞ্চম স্থানে রয়েছে। এই কোম্পানির শেয়ার দর ২ টাকা ৬০ পয়সা বা ৭ দশমিক ৮ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানির ১০ লাখ ৫৮ হাজার ৮৩৫টি শেয়ার এক হাজার ৮৬২ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৪ কোটি ৫ লাখ টাকা।

মতিন স্পিনিং টপটেন গেইনারের অষ্টম স্থানে রয়েছে। এই কোম্পানির শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা বা ৫ দশমিক ৫২ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানির ১ লাখ ৪৭ হাজার ৪৪৯টি শেয়ার এক হাজার ২৩১ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল  কোটি ৬৩ লাখ টাকা।

এছাড়া টপটেন গেইনারে থাকা অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ৮৪ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ১০ দশমিক ১২ শতাংশ, আরএসআরএম স্টীলের ৭ দশমিক ৫ শতাংশ, বঙ্গজের ৬ দশমিক ৭৯ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ৫ দশমিক ৩৬ শতাংশ এবং সামিট পূর্বাঞ্চল  পাওয়ার কোম্পানির ৪ দশমিক ১০ শতাংশ দর বেড়েছে।

 

শেয়ারবাজার ডেস্ক/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.