আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ জানুয়ারী ২০১৫, বুধবার |

kidarkar

মূলধন বাড়াবে কেয়া কসমেটিকস

কেয়া কসমেটিকসের লোগো

শেয়ারবাজার ডেস্ক: মূলধন বাড়ানোর সিন্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কেয়া কসমেটিকস লিমিটেড ৩২১ কোটি ৯৫ লাখ টাকার পরিশোধিত মূলধন বাড়াবে। কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধন রয়েছে ১৭৯ কোটি ১০ লাখ টাকা। এ হিসাবে কোম্পানির মোট মূলধন দাঁড়াবে ৫০১ কোটি ৫ লাখ টাকা।

জানা যায়, কেয়া কসমেটিকস তার তিন সহযোগী প্রতিষ্ঠান অধিগ্রহণের প্রক্রিয়া হিসাবে এ মূলধন বাড়াবে।  আর এ মূলধন বাড়াতে ১০ টাকা অভিহিত মূল্যে ৩২ কোটি ১৯ লাখ ৫১ হাজার শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।

উল্লেখ্য, গত বছরের ৭ ডিসেম্বর উচ্চ আদালত কেয়া কসমেটিকসের সঙ্গে কেয়া নিট কম্পোজিট লিমিটেড, কেয়া কটন মিলস লিমিটেডে এবং কেয়া স্পিনিং মিলস  লিমিটেড একীভূতকরনের প্রস্তাব অনুমোদন দেয়।

শেয়ারবাজার/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.