আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ অগাস্ট ২০১৬, বুধবার |

kidarkar

একশ বিলিয়ন ডলার আয়ের পথে বিল গেটস

bill gatesশেয়ারবাজার রির্পোট: বিল গেটস আয়ের পরর্বতী ধাপ ধরা হয়েছে ‍একশ বিলিয়ন ডলার। ব্লুমবার্গ বিলিয়োনিয়ার ইনডেক্স থেকে জানা যায়, বর্তমানে বিল গেইটস ৯০ বিলিয়ন বা ৩১.৩০ মিলিয়ন ডলার আয় করে বর্তমানে বিশ্বের সকল আয় কারিদের মধ্যে শীর্ষে রয়েছে।

বিশ্বের দ্বিতীয় ধনী স্প্যানিশ রিটেইলার অ্যামানসিও ওর্তেগাও ভাল এগিয়ে। বিল গেটস ও অ্যামানসিও ওর্তেগাও এর আয়ের মধ্যে ব্যবধান রয়েছে ১৪ বিলিয়ন ডলার। অ্যামানসিও ওর্তেগাও আয় করেছে ৭৬ বিলিয়ন ডলার।

গেইটসের শুধু মাইক্রোসফটের স্টক বৃদ্ধি তার এ আয়ের একমাত্র কারন না। তার দুটি ছোট কোম্পানি কানাডিয়ান ন্যাশনাল রেলওয়ে (সিএনআই) কোম্পানি এবং ইকোল্যাবের (ই সি এল) শেয়ার রয়েছে। তার যে পরিমান শেয়ার রয়েছে সেই শেয়ারের মূল্য বৃদ্ধি বা জাম্প অন্যতম কারন।

ফোর্বস বলছে, গেটসের সম্পদ ছিল ৭৮.৭০ বিলিয়ন ডলার যা বিলিয়নিয়ার ট্র্যাক আয়কারী। ফোর্বস এও বলে যে, আগামীতে গেটস আয়কারীদের সংক্ষিপ্ত তালিকার ১০০ বিলিয়ন ডলার আয় করে শীর্ষস্থান দখল করবে।

ব্লুমবার্গ অনুযায়ী, গেটস এ পর্যন্ত এ বছরের আয় করেছে ৬.২০ বিলিয়ন ডলার পর্যন্ত। উল্লেখ্য, একাধারে ১৩ বছর যাবৎ তিনি পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি হিসেবে পরিচিত রয়েছেন।

শেয়ারবাজানিউজ/সো

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.