আজ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ইং, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ অগাস্ট ২০১৬, বুধবার |

kidarkar

অর্থবছরের প্রথম মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অতিক্রম

nbr1472032734শেয়ারবাজার ডেস্ক: চলতি ২০১৬-২০১৭ অর্থবছরের প্রথম মাসেই রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জুলাই মাসে আয়কর, শুল্ক ও মূসক তিনটি বিভাগে লক্ষ্যমাত্রার চেয়ে ৮৮ কোটি টাকা বেশি রাজস্ব সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু`মেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে এনবিআর সূত্রে আরো জানা যায়, চলতি ২০১৬-২০১৭ অর্থবছরের জুলাই মাসে আয়কর, শুল্ক ও মূসক তিনটি খাতে ৯ হাজার ৫০৯ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আয় হয়েছে ৯ হাজার ৫৯৭ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৮৮ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেছে প্রতিষ্ঠানটি।

লক্ষ্যমাত্রা অর্জনের হার ১০০ দশমিক ৯২ শতাংশ। যা ২০১৫-২০১৬ অর্থবছরে একই সময়ে রাজস্ব সংগ্রহের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা রয়েছে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা।

এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান বলেন, ‘রাজস্ব বিভাগে কর্মরত সবাই মিলে কাজ করেছি। সঠিক সময়ে যোগ্য ব্যক্তিকে উপযুক্ত পদে পদায়ন করেছি। চলমান মামলা নিষ্পত্তিতে সন্তোষজনক অগ্রগতি ছিল। বকেয়া আদায়েও বেশ ভালো অগ্রগতি হয়েছে।’

তিনি বলেন, ‘রাজস্ব সংগ্রহকারী কর্মকর্তাদের অতিরিক্ত পরিশ্রমে অর্থবছরের প্রথম মাসেই লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৮৮ কোটি টাকা বেশি রাজস্ব সংগ্রহ সম্ভব হয়েছে। এক্ষেত্রে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য দেশপ্রেমিক জনগণ ও সম্মানিত করদাতাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

সূত্র আরো জানায়, এনবিআর রাজস্ব ভাণ্ডারকে শক্তিশালী ও সুসংহত করার লক্ষ্যে সরকারের রাজনৈতিক নির্দেশনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করদাতাদের সাথে আলোচনা ও অংশীদারিত্বের ভিত্তিতে সকলের সহযোগিতায় ২০১৫-২০১৬ অর্থবছরের র্নিধারিত রাজস্ব লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় ৫ হাজার ৫২৮ কোটি টাকা বেশী রাজস্ব আদায় করেছে।

মেয়ারবাজারনিউজ/মা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.