আজ: বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ইং, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৭ অগাস্ট ২০১৬, শনিবার |

kidarkar

আগামীকাল থেকে এস আলমের বিদ্যুৎ উৎপাদন শুরু

S.-Alam-Logoশেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত এস আলম কোল্ড রোলড স্টীলস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড আগামীকাল ২৮ আগস্ট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে।

আজ সকালে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। প্রতিষ্ঠানটির কোম্পানি সেক্রেটারি গোলাম মোহাম্মদ শেয়ারবাজারনিউজ ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কোম্পানিটি জানায়, ১৭ মেগাওয়াট ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট তৈরি সম্পন্ন হয়েছে। তাই আগামী ২৮ আগস্ট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

কোম্পানিটি আরও জানায়, প্রায় ২৪৭ কোটি টাকা ব্যয়ে জাপানের কারিগরি সহায়তায় ২ ইউনিট বিশিষ্ট ১৭ মেগাওয়াট ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট স্থাপন সম্পন্ন করা হয়েছে।

উৎপাদিত বিদ্যুৎ এস আলম কোল্ড রোলড স্টীলের বিভিন্ন প্রকল্পে সরবরাহ করা হবে। বাকী বিদ্যুৎ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে পল্লী বিদ্যুৎ বোর্ড এবং অনান্য খাতে বিক্রি করা হবে।

সহযোগী বিদ্যুৎ কোম্পানিটির বার্ষিক টার্নওভার হবে ১০৮ কোটি টাকা।

উল্লেখ্য, এস আলম পাওয়ারের ৭০ শতাংশ শেয়ারের মালিকানা এস আলম কোল্ড রোলড স্টীলের কাছে রয়েছে।

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.