আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৪ সেপ্টেম্বর ২০১৬, রবিবার |

kidarkar

অর্ধবার্ষিকে ২০ কোম্পানির ১ কোটি ৭৬ লাখ টাকা জরিমানা

BSECশেয়ারবাজার রিপোর্ট: চলতি বছরের গত ৬ মাসে (জানু-জুন’১৬) অর্থাৎ অর্ধবার্ষিকে ২০ কোম্পানিকে মোট ১ কোটি ৭৬ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন(বিএসইসি)।

কোম্পানিগুলো হলো- এ্যাপোলো ইস্পাত, এনসিসিবি সিকিউরিটিজ অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড, আদিল সিকিউরিটিজ, সিভিও পেট্রোকেমিক্যাল, সাদ সিকিউরিটিজ লিমিটেড, শ্যামল ইকিউরিটি ম্যানেজমেন্ট লিমিটেড, খাজা মোজাইক টাইলস অ্যান্ড ষ্টোন ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড, আমান সী ফুড ইন্ডাষ্ট্রিজ লিমিটেড, জাগো কর্পোরেশন লিমিটেড, ঢাকা ফিশারিজ লিমিটেড, হিল প্লান্টেশন লিমিটেড, কাশেম টেক্সটাইল লিমিটেড, সালেহ কার্পেট মিলস লিমিটেড, কাশেম মিল্ক মিলস লিমিটেড, বীচ হ্যাচারী লিমিটেড, এক্সেলসিয়র সুজ লিমিটেড, এম হোসেন গার্মেন্ট লিমিটেড, ফিনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড, মতিন স্পিনিং মিলস লিমিটেড এবং এস আর ক্যাপিটাল লিমিটেড। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এ্যাপোলো ইস্পাতকে ৬ লাখ টাকা, এনসিসিবি সিকিউরিটিজ অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডকে ১৫ লাখ টাকা, আদিল সিকিউরিটিজ লিমিটেডকে ২ লাখ টাকা, সিভিও পেট্রোকেমিক্যালকে ৩০ লাখ টাকা, সাদ সিকিউরিটিজ লিমিটেডকে ২ লাখ টাকা, শ্যামল ইকিউরিটি ম্যানেজমেন্ট লিমিটেডকে ১৫ লাখ টাকা, খাজা মোজাইক টাইলস অ্যান্ড ষ্টোন ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডকে ৪ লাখ টাকা, আমাম সী ফুড ইন্ডাষ্ট্রিজ লিমিটেডকে ৬ লাখ টাকা, জাগো কর্পোরেশন লিমিটেডকে ৪ লাখ টাকা, ঢাকা ফিশারিজ লিমিটেডকে ৮ লাখ টাকা, হিল প্লান্টেশন লিমিটেডকে ১৪ লাখ টাকা, কাশেম টেক্সটাইল লিমিটেডকে ৩ লাখ টাকা, সালেহ কার্পেট মিলস লিমিটেডকে ৪ লাখ টাকা, কাশেম মিল্ক মিলস লিমিটেডকে ৩ লাখ টাকা, বীচ হ্যাচারী লিমিটেডকে ৪ লাখ টাকা, এক্সেলসিয়র সুজ লিমিটেডকে ২ লাখ টাকা, এম হোসেন গার্মেন্ট লিমিটেডকে ৪ লাখ টাকা, ফিনিক্স ইন্স্যুরেন্স লিমিটেডকে ২৪ লাখ টাকা, মতিন স্পিনিং মিলস লিমিটেডকে ১৬ লাখ টাকা এবং এস আর ক্যাপিটাল লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করে নিয়ন্ত্রণ সংস্থা।

বিএসইসি সূত্রে জানা যায়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ২২ ধারা অনুযায়ী এ্যাপোলো ইস্পাত কমপেক্স লিমিটেডের ৬ পরিচালককে জরিমানা করেছে নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি। ২০১৬ সালের ৪ জানুয়ারী কোম্পানির ৬ পরিচালককে ১ লাখ টাকা করে জরিমানা করে। পাশাপাশি তাদের উক্ত জরিমানা ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে আদেশ দেওয়া হয়।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ২২ ধারা অনুযায়ী এনসিসিবি সিকিউরিটিজ লিমিটেডকে জরিমানা করেছে নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি। ২০১৬ সালের ২০ জানুয়ারী ১৫ লাখ টাকা জরিমানা করে। পাশাপাশি উক্ত জরিমানা ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে আদেশ দেওয়া হয়।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ২২ ধারা অনুযায়ী আদিল সিকিউরিটিজ লিমিটেডকে জরিমানা করেছে নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি। ২০১৬ সালের ২০ জানুয়ারী হাউজটিকে ২ লাখ টাকা জরিমানা করে। পাশাপাশি উক্ত জরিমানা ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে আদেশ দেওয়া হয়।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ২২ ধারা অনুযায়ী সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারী লিমিটেডের ৬ পরিচালককে জরিমানা করেছে নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি। ২০১৬ সালের ২ ফেব্রুয়ারী কোম্পানির ৬ পরিচালককে ৫ লাখ টাকা করে জরিমানা করে। পাশাপাশি তাদের উক্ত জরিমানা ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে আদেশ দেওয়া হয়।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ২২ ধারা অনুযায়ী সাদ সিকিউরিটিজ লিমিটেডকে জরিমানা করেছে নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি। আদেশ অনুযায়ী হাউজটিকে ২০১৬ সলের ১০ ফেব্রুয়ারী ২ লাখ টাকা জরিমানা করে। পাশাপাশি উক্ত জরিমানা ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে আদেশ দেওয়া হয়।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ২২ ধারা অনুযায়ী শ্যামল সিকিউরিটিজ লিমিটেডকে জরিমানা করেছে নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি। আদেশ অনুযায়ী হাউজটিকে ২০১৬ সালের ১১ ফেব্রুয়ারী ১৫ লাখ টাকা জরিমানা করে। পাশাপাশি উক্ত জরিমানা ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে আদেশ দেওয়া হয়।

৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত এবং ৩১ ডিসেম্বর ২০১৪ অর্থবার্ষিক প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে ব্যর্থ হওয়ায়  খাজা মোজাইক টাইলস অ্যান্ড ষ্টোন ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডকে জরিমানা করেছে নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ২২ ধারা অনুযায়ী ২০১৬ সালের ২২ মার্চ ২ পরিচালকে ২ লাখ টাকা করে জরিমানা করে। পাশাপাশি উক্ত জরিমানা ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে আদেশ দেওয়া হয়।

৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত এবং ৩১ ডিসেম্বর ২০১৪ অর্থবার্ষিক প্রতিবেদন প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে ব্যর্থ হওয়ায়  আমাম সী ফুডকে জরিমানা করেছে নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ২২ ধারা অনুযায়ী ২০১৬ সালের ২৮ মার্চ কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপক পরিচালক এবং ৪ পরিচালকে ২ লাখ টাকা করে জরিমানা করে। পাশাপাশি উক্ত জরিমানা ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে আদেশ দেওয়া হয়।

৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে ব্যর্থ হওয়ায়  জাগো কর্পোরেশন লিমিটেডকে জরিমানা করেছে নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ২২ ধারা অনুযায়ী ২০১৬ সালের ২৮ মার্চ কোম্পানির ব্যবস্থাপক পরিচালক এবং এক পরিচালকে ২ লাখ টাকা করে জরিমানা করে। পাশাপাশি উক্ত জরিমানা ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে আদেশ দেওয়া হয়।

সিকিউরিটিহ আইন লঙ্ঘন করায়  ঢাকা ফিশারিজ লিমিটেডকে ৮ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ২২ ধারা অনুযায়ী ২০১৬ সালের ২৮ মার্চ কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপক পরিচালক এবং দুই পরিচালকে ২ লাখ টাকা করে জরিমানা করে। পাশাপাশি উক্ত জরিমানা ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে আদেশ দেওয়া হয়।

৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত এবং ৩১ ডিসেম্বর ২০১৪ অর্থবার্ষিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে ব্যর্থ হওয়ায়  হিল প্লাটেশন লিমিটেডকে জরিমানা করেছে নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ২২ ধারা অনুযায়ী ২০১৬ সালের ২৯ মার্চ কোম্পানির ব্যবস্থাপক পরিচালক এবং ছয় পরিচালকে ২ লাখ টাকা করে জরিমানা করে। পাশাপাশি উক্ত জরিমানা ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে আদেশ দেওয়া হয়।

৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত এবং ৩১ ডিসেম্বর ২০১৪ অর্থবার্ষিক অনিরীক্ষিত প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে ব্যর্থ হওয়ায়  হিল প্লাটেশন লিমিটেডকে জরিমানা করেছে নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ২২ ধারা অনুযায়ী ২০১৬ সালের ২৯ মার্চ কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপক পরিচালক এবং এক পরিচালকে ১ লাখ টাকা করে জরিমানা করে। পাশাপাশি উক্ত জরিমানা ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে আদেশ দেওয়া হয়।

৩০ সেপ্টেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত এবং ৩১ মার্চ ২০১৫ অর্থবার্ষিকের অনিরীক্ষিত আর্থিক  প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে ব্যর্থ হওয়ায়  সালেহ কার্পেট মিলস লিমিটেডকে জরিমানা করেছে নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ২২ ধারা অনুযায়ী ২০১৬ সালের ৩০ মার্চ কোম্পানির ব্যবস্থাপক পরিচালক এবং তিন পরিচালকে ১ লাখ টাকা করে জরিমানা করে। পাশাপাশি উক্ত জরিমানা ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে আদেশ দেওয়া হয়।

৩০ সেপ্টেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত এবং ৩১ মার্চ ২০১৫ অর্থবার্ষিকের আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে ব্যর্থ হওয়ায়  কাশেম মিল্ক মিলস লিমিটেডকে জরিমানা করেছে নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ২২ ধারা অনুযায়ী ২০১৬ সালের ৩১ মার্চ কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপক পরিচালক এবং এক পরিচালকে ১ লাখ টাকা করে জরিমানা করে। পাশাপাশি উক্ত জরিমানা ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে আদেশ দেওয়া হয়।

৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত এবং ৩০ জুন ২০১৫ অর্থবার্ষিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে ব্যর্থ হওয়ায়  বিচ হ্যাচারী লিমিটেডকে জরিমানা করেছে নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ২২ ধারা অনুযায়ী ২০১৬ সালের ৪ এপ্রিল কোম্পানির চেয়ারম্যান এবং তিন পরিচালকে ১ লাখ টাকা করে জরিমানা করে। পাশাপাশি উক্ত জরিমানা ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে আদেশ দেওয়া হয়।

৩১ ডিসেম্বর ২০১৫ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে ব্যর্থ হওয়ায়  এক্সেলসিয়র সুজ লিমিটেডকে জরিমানা করেছে নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ২২ ধারা অনুযায়ী ২০১৬ সালের ৪ এপ্রিল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং এক পরিচালকে ১ লাখ টাকা করে জরিমানা করে। পাশাপাশি উক্ত জরিমানা ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে আদেশ দেওয়া হয়।

৩০ সেপ্টেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষত এবং ৩১ মার্চ ২০১৪ সালের অর্তবার্ষিকের অনিরীক্ষিত প্রান্তিক প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে ব্যর্থ হওয়ায়  এম হোসেন গার্মেন্ট লিমিটেডকে জরিমানা করেছে নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ২২ ধারা অনুযায়ী ২০১৬ সালের ১৭ এপ্রিল কোম্পানির চেয়ারম্যান এবং দুই পরিচালকে ২ লাখ টাকা করে জরিমানা করে। পাশাপাশি উক্ত জরিমানা ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে আদেশ দেওয়া হয়।

৩০ সেপ্টেম্বর ২০১২ তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে ব্যর্থ হওয়ায়  ফিনিক্স ইন্স্যুরেন্স লিমিটেডকে জরিমানা করেছে নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ২২ ধারা অনুযায়ী ২০১৬ সালের ১৯ এপ্রিল কোম্পানির ১২ পরিচালকে ২৪ লাখ টাকা করে জরিমানা করে। পাশাপাশি উক্ত জরিমানা ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে আদেশ দেওয়া হয়।

এদিকে, আইপিওর ফান্ড ব্যবহারের ক্ষেত্রে ও আইপিও’র প্রসপেক্টাসে বর্ণিত উদ্দেশ্য পরিপালনে ব্যর্থ হওয়ায় মতিন স্পিনিং মিলস লিমিটেডকে জরিমানা করে নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি। এছাড়া সিকিউরিটজ আইন লঙ্ঘন করায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ২২ ধারা অনুযায়ী ২০১৬ সালের ২৮ এপ্রিল কোম্পানির ৮ পরিচালককে ২ লাখ টাকা করে জরিমানা করে।পাশাপাশি উক্ত জরিমানা ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে আদেশ দেওয়া হয়।

সিকিউরিটজ আইন ভঙ্গ করায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ২২ ধারা অনুযায়ী ২০১৬ সালের ১৯ জুন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করে।পাশাপাশি উক্ত জরিমানা ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে আদেশ দেওয়া হয়।

শেয়ারবাজারনিউজ/এম আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.