আজ: মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ইং, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ মার্চ ২০১৫, বুধবার |

kidarkar

কমিশন সভা ২৫ মার্চ : চূড়ান্ত সিদ্ধান্ত হবে ৬ কোম্পানির

BSECশেয়ারবাজার রিপোর্ট: দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্ধারিত ১৯ মার্চের নির্ধারিত ৫৪০তম কমিশন সভা অনিবার্য কারণবশত আগামি ২৫ মার্চ বুধবার অনুষ্ঠিত হবে। আর এদিন যাচাই-বাছাই শেষে ৬ টি কোম্পানির আইপিও’র ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে সংশ্লিষ্টসূত্রে জানা যায়।

সংশ্লিষ্টসূত্রে আরও জানা যায়, ২৬টি কোম্পানির আবেদনের ব্যাপারে যাচাই-বাছাই শেষ হলেও ২৫মার্চের সভায় ৬টি কোম্পানির আইপিও’র ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তবে এ ৬টি কোম্পানি কোনগুলো সে ব্যাপারে কোনো কিছু জানা যায়নি।

যাচাই-বাছাই শেষ হওয়া ২৬টি কোম্পানির মধ্যে প্রিমিয়ামসহ আবেদন করেছে ১৬টি কোম্পানি এবং প্রিমিয়াম ছাড়া অভিহিত মূল্যে আবেদন করেছে ১০টি কোম্পানি।

কমিশন সভা পিছিয়ে যাবার ব্যাপারটি বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মূখপাত্র সাইফুর রহমান শেয়ারবাজারনিউজ ডট কমকে নিশ্চিত করেছেন।

 

শেয়ারবাজারনিউজ/ও/তু

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.