আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৯ সেপ্টেম্বর ২০১৬, শুক্রবার |

kidarkar

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে

oweel8qltgruশেয়ারবাজার ডেস্ক: পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ২০ লাখ মুসল্লির পবিত্র মক্কা থেকে মিনার দিকে যাত্রার মধ্য দিয়ে এ আনুষ্ঠানিকতা শুরু হলো। লাখো মুসল্লির সুষ্ঠু হজ পালনের জন্য সৌদি সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। আর রোববার পবিত্র আরাফাতের ময়দানে মুসলমানদের সব চেয়ে বড় ধর্মীয় জমায়েত পবিত্র হজ শুরু হচ্ছে।

সারা পৃথিবীর প্রায় ২০ লাখ মুসল্লি হজ পালনের জন্য এরই মধ্যে পবিত্র নগরী মক্কায় জড়ো হয়েছেন। পবিত্র কাবা শরীফ তাওয়াফ করা, সাফা-মারওয়া পর্বত সাই কারা এবং মসজিদুল হারামে নামাজ আদায়সহ ইবাদতে মশগুল থাকেন এ মুমিন মুসলমানরা।

পবিত্র হজের আগে শেষ জুমা ছিল আজ। সারা বিশ্ব থেকে আসা লাখ লাখ মুসল্লি আজ পবিত্র কাবা শরীফের মসজিদুল হারামে একসঙ্গে জুমার নামাজ আদায় করেন। হজের আগে সব শেষ এ জুমা ফজিলতের দিক দিয়েও অনেক তাৎপর্যপূর্ণ।

সুশৃংখল এবং শান্তিপূর্ণ পরিবেশে হজ করার নিশ্চয়তা দিয়েছে সৌদি সরকার। লাখ লাখ মুসল্লির নিরাপত্তায় থাকা নিরাপত্তাকর্মীরা সতর্ক অবস্থায় রয়েছেন।

পবিত্র মক্কার মসজিদুল হারামে জুমার নামাজ আদায়ের পর লাখ লাখ মুসল্লি কাবা শরীফ থেকে ৯ কিলোমিটার দূরে মিনার উদ্দেশে রওনা হয়েছেন। এজন্য মক্কা থেকে মিনা পর্যন্ত দীর্ঘ যানজট শুরু হয়েছে। এ কারণে অনেকে মিনায় যাচ্ছেন পায়ে হেঁটে। অন্যান্য হাজিদের মাতো বাংলাদেশের প্রায় ১ লাখ ২ হাজার হাজিও রওনা হয়েছেন মিনার পথে। ফজরের নামাজের আগ পর্যন্ত মিনার পথে মুমিনদের এ যাত্রা চলবে।

মিনায় পৌঁছে ৫ ওয়াক্ত নামাজ আদায়সহ ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন তারা। রোববার মিনায় ফজরের নামাজ আদায় করে হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য হাজিরা রওনা হবেন পবিত্র আরাফাত ময়দানের দিকে।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.