আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৯ মার্চ ২০১৫, বৃহস্পতিবার |

kidarkar

ভারতকে ‘মওকা’ দিলেন আলিম দার: শোয়েব

 

shoaib_akhtar_26467_69530শেয়ারবাজার ডেস্ক: সবসময় আইসিসিতে একটা প্রভাব থাকে ভারতের। যদি এটা বলা হয় তাহলে কম বলা হবে। কারণ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার ওপর ভারতীয়দের এতটায় নিয়ন্ত্রণ যে তারা কোনো সিদ্ধান্ত নিলে মানতে অনেকটায় বাধ্য হয় অন্য যেকোন দল। তাই বলে মাঠের খেলায়! বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারত যেদিন বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে নিশ্চিত হয় সেদিন থেকে ক্রিকেট পাগল মানুষ অনুমান করতে পেরেছিল সামর্থ্য থাকলেও ভারত ম্যাচটি জিততে দেবে না। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে সেই আশঙ্কাটি সত্যি প্রমাণ করলো দু্ই আম্পায়ার পাকিস্তানের আলিম দার ও ইংল্যান্ডের ইয়ান গোল্ড। এই বিতর্কে নতুন মাত্রা দিয়েছে পাকিস্তানের সাবেক তারকা পেসার ও গতি দানব শোয়েব আখতার। বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনালের ম্যাচের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলে আম্পায়ারদের ধুয়ে দিয়েছেন এ গতি দানব। তার এই সমালোচনা থেকে বাদ যাননি স্বদেশি আম্পায়ার আলিম দারও। আজ বাংলাদেশ-ভারত ম্যাচে চলাকালে একের পর এক টুইটবার্তায় বাংলাদেশকে সমর্থন জানান শোয়েব। এরই ফাঁকে আলিম দারের প্রতি অসন্তুষ্টি জানিয়ে টুইট করে সাবেক এই পাক তারকা। টুইটবার্তায় তিনি বলেন, ‘পাকিস্তানের আলিম দার ভারতকে ‘মওকা’ দিলেন।

শেয়ারবাজার/রি

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.