আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৬ সেপ্টেম্বর ২০১৬, সোমবার |

kidarkar

যে কারণে লেনদেন বাড়ছে সাবমেরিন ক্যাবলের

Bsccl_Sharebazar_Newsশেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি (বিএসসিসিএল) থেকে ব্যান্ডউইডথ নিতে আগ্রহী ভুটান। এ লক্ষ্যে দেশটির সাত সদস্যের একটি প্রতিনিধি দল ২৩ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছেছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সাতদিনের সফরে ব্যান্ডউইডথ নেয়ার বিষয়ে কারিগরি সম্ভাব্যতা যাচাই করা হবে। এর পাশাপাশি উভয় দেশের মধ্যে টেলিযোগাযোগ খাতে উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা করবে ভুটানের এই প্রতিনিধি দল।

আর এ কারণেই দেশের উভয় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সাবমেরিন কোম্পানির শেয়ারে লেনদেন বাড়ছে। আজ সপ্তাহের তৃতীয় কার্য দিবসে (সোমবার, ২৬ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানির মোট ১২ লাখ ১৫ হাজার শেয়ার লেনদেন হয়ে লেনদেনের শীর্ষ দ্বিতীয়তে অবস্থান করছে। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাবমেরিন ক্যাবলের ১ লাখ ৮০ হাজার শেয়ার লেনদেন করে লেনদেনের শীর্ষে অবস্থান করছে। এছাড়া সারাদিনে কোম্পানির শেয়ার দর ১২১ টাকা থেকে ১২৬.৮০ টাকা পর্যন্ত ওঠানামা করে সর্বশেষ ১২৪.৯০ টাকায় লেনদেন হয়। এ সময় শেয়ারটির দর ৩.৫৭ শতাংশ বা ৪.৩০ টাকা বাড়ে।

উল্যেখ্য, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের ভুটান সফরের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সফরে আসে ভুটান সরকারের প্রতিনিধি দল। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তারা বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ খাতের বিভিন্ন দিক ঘুরে দেখবেন। জানা গেছে, বিএসসিসিএল এরই মধ্যে ভারতে ব্যান্ডউইডথ রফতানি করছে। ভুটান সরকারও বাংলাদেশ থেকে ব্যান্ডউইডথ নিতে আগ্রহী। বাংলাদেশ সফরে দেশটির সরকারি প্রতিনিধি দলটি এ বিষয়ে সম্ভাব্যতা যাছাই করবে। পরবর্তীতে দ্বিপক্ষীয় আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে চুক্তির বিষয়ে আলোচনা হবে।

দেশে ৩০০ জিবিপিএস ব্যান্ডউইডথ চাহিদার মধ্যে ১২০ জিবিপিএস সরবরাহের পর ব্যান্ডউইথের বড় অংশই উদ্বৃত্ত থাকে কোম্পানিটির। ফলে অতিরিক্ত ব্যান্ডউইডথ মজুদ থাকায় ভারতের রাষ্ট্রয়ত্ত কোম্পানি ভারত সঞ্চার নিগাম লিমিটেডকে (বিএসএনএল) ১০ জিবিপিএস ব্যান্ডউইডথ সরবরাহ করছে বিএসসিসিএল। চলতি বছরের শুরুতে রফতানি শুরু হওয়া এ ব্যান্ডউইডথ থেকে বছরে প্রায় ১০ কোটি টাকা অতিরিক্ত আয় আসবে বিএসসিসিএলের। এর পরও বছর শেষে উল্লেখযোগ্য ব্যান্ডউইডথ উদ্বৃত্ত থাকবে বিএসসিসিএলের, যা থেকে ভুটানে রফতানির সুযোগ রয়েছে।

ডিএসই’তে লেনদেনের শীর্ষে রয়েছে লংকা বাংলা ফাইন্যান্স। সোমবার এর ৫৭ লাখ ৭২ হাজার ১৮৭টি শেয়ার ২ হাজার ৪১৬ বার লেনদেনে হয়েছে। যার বাজার মূল্য ১৮ কোটি ৬৩ লাখ ১৬ হাজার টাকা। একই সাথে লেনদেনের শীর্ষে থাকা অন্যান্যের মধ্যে সাবমেরিন ক্যাবলের শেয়ারে লেনদেন হয়েছে ১৫ কোটি ৬ লাখ ৩৯ হাজার টাকা। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৩ কোটি ৭৮ লাখ ২৯ হাজার টাকা। ফার কেমিক্যালের ১১ কোটি ৩২ লাখ ৮৩ হাজার টাকা, ডোরিন পাওয়ারের ১১ কোটি ৩ লাখ ৬৯ হাজার টাকা। মবিল যমুনা’র ১০ কোটি ৪৩ লাখ ৭৩ হাজার টাকা। মিরাকেল ইন্ডাস্ট্রিজের ৯ কোটি ২৮ লাখ ২৯ হাজার টাকা। ইয়াকিন পলিমারের ৯ কোটি ১১ লাখ ১৬ হাজার টাকা, ন্যাশনাল টিউবসের ৯ কোটি ১০ লাখ ৮৮ হাজার টাকা, তশরিফা ইন্ডাস্ট্রিজের ৮ কোটি ৯৯ লাখ ১৯ হাজার টাকা, সিঙ্গার বাংলাদেশের ৮ কোটি ৫০ লাখ ১৪ হাজার টাকা, ইউনাইটেড পাওয়ারের ৮ কোটি ৪৬ লাখ ৭৭ হাজার টাকা, সিঙ্গার বাংলাদেশের ৭ কোটি ৮৭ লাখ ৯৮ হাজার টাকা, তিতাস গ্যাসের ৭ কোটি ৭৩ লাখ ২৬ হাজার টাকা, জিএসপি ফাইন্যান্সের ৭ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকা, ইভিন্স টেক্সটাইলের ৭ কোটি ৫২ লাখ ৭৬ হাজার টাকা, শাহজিবাজার পাওয়ারের ৭ কোটি ২৫ লাখ ১৫ হাজার টাকা, লাফার্জ সুরমা’র ৬ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার টাকা, একমি ল্যাবের ৬ কোটি ৭১ লাখ ৬ হাজার টাকা এবং আইপিডিসি’র শেয়ারে লেনদেন হয়েছে ৬ কোটি ৬৭ লাখ ৪১ হাজার টাকা।

সিএসই’তে লেনদেনের শীর্ষে থাকা বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ১ লাখ ৮০ হাজার ৪০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২ কোটি ২২ লাখ ৫৯ হাজার টাকা। এছাড়া অন্যান্য কোম্পানির মধ্যে ইয়াকিন পলিমারের শেয়ারে লেনদেন হয়েছে ১ কোটি ৭৯ লাখ ৭০ হাজার টাকা, ফার কেমিক্যালের ১ কোটি ৭৫ লাখ ৮৩ হাজার টাকা, লংকা বাংলা ফাইন্যান্সের ১ কোটি ৫৬ লাখ ৯২ হাজার টাকা, তশরিফা ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৩১ লাখ ৪৬ হাজার টাকা, একমি ল্যাবের ৯৩ লাখ ৮ হাজার টাকা, অলিম্পিক এক্সেসরিজের ৮৮ লাখ ২১ হাজার টাকা, বিএসসি’র ৮৩ লাখ ৮৫ হাজার টাকা, তিতাস গ্যাসের ৬১ লাখ ১০ হাজার টাকা, ডোরিন পাওয়ারের ৬১ লাখ ৯ হাজার টাকা, শাহজিবাজার পাওয়ারের ৬০ লাখ ৫ হাজার টাকা, ইউনাইটেড পাওয়ারের ৫৯ লাখ ৪৪ হাজার টাকা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৫৭ লাখ ১০ হাজার টাকা, জিপিএইচ ইস্পাতের ৫৪ লাখ ৭০ হাজার টাকা, কেয়া কসমেটিক্সের ৫০ লাখ ৪৫ হাজার টাকা, বিএসআরএম লিমিটেডের ৪৯ লাখ ৩০ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৪৮ লাখ ২৬ হাজার টাকা, মিরাকেল ইন্ডাস্ট্রিজের ৪৬ লাখ ৬৯ হাজার টাকা, লাফার্জ সুরমা’র ৪৬ লাখ ৫৬ হাজার টাকা এবং রিজেন্ট টেক্সটাইলের শেয়ারে লেনদেন হয়েছে ৪৪ লাখ ৩৬ হাজার টাকা।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.