আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৮ সেপ্টেম্বর ২০১৬, বুধবার |

kidarkar

বাড়ছে বিশ্বের উল্লেখযোগ্য সূচক: মিশ্র এশিয়ায়

01শেয়ারবাজার রিপোর্ট: বাড়ছে বিশ্বের বেশিরভাগ উল্লেখযোগ্য সূচক। বিশ্বের উলেখযোগ্য ৯টি সূচকের মধ্যে বেড়েছে ৭টি এবং কমেছে ২টি সূচক। এশিয়ার সূচকগুলো চলছে মিশ্রভাবে। এশিয়ার ৯টি সূচকের মধ্যে বেড়েছে ৫টির কমেছে ৪টি সূচক।

বিশ্লেষকরা বলছেন, বিশ্বের বড় এসব সূচকে রয়েছে বিপুল পরিমান বহুজাতিক কোম্পানি। বছর শেষে যাদের মুনাফা হয় আকাশ চুম্বী। এসব কোম্পানির ইয়ারএন্ড শেষ হতে আর বাকি মাত্র এক প্রান্তিক। এই কারণে এসব কোম্পানিগুলোতে আগ্রহ বাড়ছে ফলে সূচকও উঠছে উপরে। অপরদিকে ওইসব কোম্পানির বড় মার্কেট এশিয়া। এছাড়া স্বাভাকিক নিয়মে চলছে এশিয়ার সূচক গুলো।

বিশ্বের উল্লেখযোগ্য সূচক গুলোর মধ্যে বেড়েছে এসএন্ডপি ৫০০, এফটিএসই ১০০, ডিএএক্স, সিএসি ৪০, মেক্সিকান বোসলা, হাংসেং এবং বোভেসপা। অন্যদিকে কমেছে চীনের সাংহাই কম্পোজিট এবং জাপানের নিক্কিই সূচক।

সর্বশেষ তথ্যমতে, আমেরিকার এসএন্ডপি ৫০০ সূচক বেড়েছে ০.৬৪ শতাংশ, ইউকে’র এফটিএসই ১০০ এর ০.৯৫ শতাংশ, জার্মানীর ডিএএক্স’র ১.৬৪ শতাংশ, ফ্রান্সের সিএসি ৪০ এর ১.৩৩ শতাংশ, মেক্সিকো’র মেক্সিকান বোসলা’র ১.০১ শতাংশ, হংকংয়ের হাংসেং এর ০.২০ এবং ব্রাজিলের বোভেসপা’র সূচক বেড়েছে ০.৫৭ শতাংশ। অন্যদিকে সূচক কমা চীনের সাংহাই কম্পোজিটের সূচক কমেছে ০.৩৪ শতাংশ এবং জাপানের নিক্কিই কমেছে ১.৩১ শতাংশ।

asiaএকই সাথে এশিয়ার উল্লেখযোগ্য সূচকের মধ্যে বেড়েছে বোম্বাইয়ের বিএসই সেনসেক্স ১২০.২৪ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ, করাচির কেএসই ১০০ বেড়েছে ৭৩.৬২ পয়েন্ট বা ০.১৮ শতাংশ, কলোম্বো’র সিএসই ‍অল শেয়ার ৪.৩৫ পয়েন্ট বা ০.০৭ শতাংশ, হংকংয়ের হাংসেং সূচক বেড়েছে ৪৭.৭৫ পয়েন্ট বা ০.২০ শতাংশ। অন্যদিকে সূচক কমেছে লাহোর ২৫ এর ৪৫.১১ পয়েন্ট বা ০.৮৪ শতাংশ, জাপানের নিক্কিই ২১৮.৫৩ পয়েন্ট বা ১.৩১ শতাংশ, এসএসই কম্পোজিট ১০.৩১ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ এবং এসএসই এসই ৫০ সূচক কমেছে ৯.৭২ পয়েন্ট বা ০.৪৫ শতাংশ।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.