আজ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ইং, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৮ সেপ্টেম্বর ২০১৬, বুধবার |

kidarkar

লাগামহীন ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স

national-husing-%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%89%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%ab%e0%a6%be%e0%a7%8d%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8dশেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে (বুধবার, ২৮ সেপ্টেম্বর) ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের দর বেড়েছে ৯.৯৫ শতাংশ বা ৪.২০ টাকা। একই দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির ১৭ লাখ ১৯ হাজার ৯৫০টি শেয়ার ১ হাজার ২৫৩ বার লেনদেন হয়।

ডিএসই’তে কোম্পানিটির শেয়ারদর গত ১০ কার্যদিবসে বেড়েছে ১৩.৫০ টাকা বা ৪২.০৭ শতাংশ। আজ ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে গেইনারের শীর্ষে উঠে এসেছে। একই সাথে সিএসই’তে লেনদেনের শীর্ষে উঠে এসেছে এই কোম্পানি।

এর আগে কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ার কারনে কোম্পানিটিকে কারণ জানতে চেয়ে টিঠি দেয় ডিএসই। এর উত্তরে গত ২২ সেপ্টেম্বর এর পেছনে কোন অপ্রকাশিত কারণ নেই বলে জানিয়েছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স। এর পরেও কোম্পানিটির শেয়ারদর বৃদ্ধি অব্যহত থাকলে এর পেছনে ইনসাইডার ট্রেডিংয়ের সন্দেহ করছেন বাজার সংশ্লিষ্টা। উল্লেখ্য, ইনসাইডার ট্রেডিং হল, কোম্পানির গোপন তথ্য জানতে পেরে তা প্রকাশ না করে সুবিধা নেয়া।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে আর্থিক খাতের কোম্পানি লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড। বুধবার কোম্পানির ৫৫ লাখ ৯৮ হাজার ৬১৮টি শেয়ার, ২ হাজার ৩৫৮ বার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮ কোটি ২৩ লাখ ১২ হাজার টাকা। লেনদেনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে ইয়াকিন পলিমার লেনদেন হয়েছে ১৬ কোটি ২৭ লাখ ৬৯ হাজার টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৩ কোটি ৬০ লাখ ৭৫ হাজার টাকা, সিঙ্গার বিডির ১৩ কোটি ১ লাখ টাকা, ন্যাশনাল টিউবসের ১১ কোটি ৮৮ লাখ ৪৮ হাজার টাকা, জিএসপি ফাইন্যান্সের ১১ কোটি ৩১ লাখ ৪৬ হাজার টাকা, এমজেএল বিডির ১০ কোটি ২১ লাখ ৬৩ হাজার টাকা, স্কয়ার ফার্মাসিটিক্যাল ১১ কোটি ৭৫ লাখ ৮৫ হাজার টাকা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ১ কোটি ৬ লাখ ৫১ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ৯ কোটি ৮৫ লাখ ৮৬ হাজার টাকা, লার্ফাস সুরমার ৯ কোটি ৬৮ লাখ ৩৪ হাজার টাকা, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৭ কোটি ৭৫ লাখ ৮৮ হাজার টাকা, শাহজিবাজার পাওয়ারের ৭ কোটি ৫৮ লাখ ৪৫ হাজার টাকা, আমান ফিডের ৬ কোটি ৮৮ লাখ ১০ হাজার টাকা, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের ৬ কোটি ৩৭ লাখ ৫৬ হাজার টাকা, অলিম্পিকের ৬ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা, কেডিএস এক্সেসরিজের ৬ কোটি ২৩ লাখ ৫৩ হাজার টাকা, মিরাকল ইন্ড্রাস্ট্রিজের ৬ কোটি ২০ লাখ ৮২ হাজার টাকা, সিমটেক্সের ৬ কোটি ১৮ লাখ ৮৫ হাজার টাকা এবং অলিম্পিক এক্সরিজের শেয়ারে লেনদেন হয়েছে ৫ কোটি ৩৮ লাখ ৯৩ হাজার টাকা।

সিএসই’তে লেনদেনের শীর্ষে থাকা ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৪ লাখ ১৭ হাজার ৬৫১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১ কোটি ৯০ লাখ ১২ হাজার টাকা। লুজারের শীর্ষে থাকা অন্যান্যের মধ্যে ইয়াকিন পলিমারের শেয়ারে লেনদেন হয়েছে ১ কোটি ৮২ লাখ ৮৪ হাজার টাকা। বিএসসি’র ১ কোটি ৪০ লাখ ৬৯ হাজার টাকা, বিএসআরএম লিমিটেডের ১ কোটি ৩৬ লাখ ৫৫ হাজার টাকা, লংকা বাংলা ফাইন্যান্সের ১ কোটি ২৯ লাখ ৫৩ হাজার টাকা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ১ কোটি ২৮ লঅখ ১৬ হাজার টাকা, কেডিএস এক্সেসরিজের ১ কোটি ১ লাখ ৮৮ হাজার টাকা, লাফার্জ সুরমার ৯৯ লাখ ৮৫ হাজার টাকা, একমি ল্যাবের ৯৩ লাখ ৮৩ হাজার টাকা, ফার কেমিক্যালের ৭৫ লাখ ৭৯ হাজার টাকা, অলিম্পিক এক্সেসরিজের ৬৭ লাখ ৫০ হাজার টাকা, কেয়া কসমেটিক্সের ৬১ লাখ ৮১ হাজার টাকা, আমান ফিডের ৬১ লাখ ২৩ হাজার টাকা, এমারাল্ড অয়েলের ৫৫ লাখ ৬৪ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ৫৫ লাখ ৫৩ হাজার টাকা, বিবিএস’র ৫০ লাখ ৯১ হাজার টাকা, হাইডেলবার্গ সিমেন্টের ৪৭ লাখ ৮৯ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৪৬ লাখ ৬৮ হাজার টাকা, বেক্সিমকো’র ৪৬ লাখ ১৬ হাজার টাকা এবং ইউনাইটেড পাওয়ারের ৪২ লাখ ৯০ হাজার টাকা।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.