আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ অক্টোবর ২০১৬, রবিবার |

kidarkar

দেড়শ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেল লঙ্কাবাংলা ফিন্যান্স

ramitance_bbশেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভুত আর্থিক খাতের লঙ্কাবাংলা ফিন্যান্স কমার্সিয়াল পেপার (সিপি) ইস্যু করে ১৫০ কোটি টাকা সংগ্রহ করতে চায়। আর এ টাকা তুলতে প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ ব্যাংক চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটিকে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে লঙ্কাবাংলা ফিন্যান্সের কোম্পানি সচিব মাসুল আলী শেয়ারবাজারনিউজ ডটকমকে বলেন, কমার্সিয়াল পেপার ইস্যু করে ১৫০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন আমরা কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে পেয়েছি। এ টাকা দিয়ে ফাইন্যান্সিয়াল কার্যক্রম সম্পন্ন করা হবে।

এর আগে জুলাইয়ের ২৬ তারিখে কোম্পানিটির পরিচালনা পর্ষদ কমার্সিয়াল পেপার ছেড়ে ১৫০ কোটি টাকা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ৩’ এবং স্বল্পমেয়াদি ঋণমান ‘এসটি-২’।

এর আগে চলতি বছরের মে মাসের শেষ দিকে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন থেকে কমার্শিয়াল পেপার ইস্যু করে বাজার থেকে অর্থ সংগ্রহ করার সুযোগ রেখে নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নীতিমালায় বলা হয়েছে, এ পদ্ধতিতে কোনো অবস্থায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মোট মূলধনের ৩০ শতাংশের বেশি অর্থ সংগ্রহ করা যাবে না।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, এত দিন কিছু আর্থিক প্রতিষ্ঠান অননুমোদিতভাবে কমার্শিয়াল পেপার ইস্যু করে অর্থ সংগ্রহ করছিল। সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় একেক প্রতিষ্ঠান একেক উপায়ে এ পেপার ইস্যু করত। তবে এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার বাইরে পেপার ইস্যু করলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক।

নীতিমালায় বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো কমার্শিয়াল পেপারের মাধ্যমে ৩০ দিন থেকে সর্বোচ্চ এক বছর মেয়াদের জন্য অর্থ সংগ্রহ করতে পারবে। এ পেপার ইস্যুর অন্তত ১০ দিন আগে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে। সব প্রতিষ্ঠান এ উপায়ে অর্থ সংগ্রহ করতে পারবে না। শুধু যেসব এনবিএফআইর মূলধন বাংলাদেশ ব্যাংক নির্ধারিত হারে রয়েছে, খেলাপি ঋণ ৫ শতাংশের নিচে রয়েছে এবং রেটিং মান ভালো রয়েছে এমন প্রতিষ্ঠান এ জন্য আবেদন করতে পারবে।

এতে আরও বলা হয়েছে, ব্যাংক থেকে ঋণের তুলনায় কম সুদে তহবিল সংগ্রহের সুযোগ হিসেবে কমার্শিয়াল পেপার ইস্যুর সুযোগ তৈরি করা হলো। এর মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানগুলো স্বল্প মেয়াদে সম্পদ ও দায় ব্যবস্থাপনা করতে পারবে। বাংলাদেশ ব্যাংক নির্ধারিত ফরমের আলোকে ইস্যু পেপারে অর্থের পরিমাণ, মেয়াদ শেষের তারিখসহ বিভিন্ন বিষয় সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে।

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.