আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৮ অক্টোবর ২০১৬, শনিবার |

kidarkar

গুজবে সয়লাব রহিমা ফুড: শেষ পর্যন্ত হতাশ

Rahima Food_রহিমা ফুডশেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত লোকসানি কোম্পানি রহিমা ফুড করপোরেশন লিমিটেডের শেয়ার দর বাড়ানোর নিয়ে নানা গুজব ছড়িয়ে ছিল। এ কোম্পানিটিকে সিটি গ্রুপ কিনে নেবে, বোর্ড সভায় এ কোম্পানির কাছ থেকে ডিভিডেন্ডের ঘোষণা আসবে ইত্যাদি গুঞ্জন ছড়িয়ে এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। কিন্তু বাস্তবতার সঙ্গে গুজবের কোনো মিল খুজে পাওয়া যায়নি।

গতকাল ৭ অক্টোবর অনুষ্ঠিত এ কোম্পানির বোর্ডসভায় বরাবরের মতোই ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। ২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কোম্পানি ১০ শতাংশ করে ক্যাশ ডিভিডেন্ড দিলেও ২০১৪ সাল থেকে গত তিন বছরে কোন ধরনের ডিভিডেন্ড দেয়নি। ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৬৬ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাড়িয়েছে ২.২৮ টাকা। এছাড়া  শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.০০৪৮ টাকা (নেগেটিভ)।

রহিমা ফুডের ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থ বছরের জন্য ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২২ ডিসেম্বর ২০১৬ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০ টায় রূপগঞ্জের রূপসীতে অবস্থিত কোম্পানির ফ্যাক্টরী প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ নভেম্বর ২০১৬।

‘জেড’ ক্যাটাগরির এই কোম্পানিটি ১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

উল্লেখ্য,  রহিমা ফুড সিটি গ্রুপ কিনে নেয়নি। আর কোম্পানির উৎপাদন বন্ধ রয়েছে। বাজারে গুজব রটানো হয় যে, এ কোম্পানি ডিভিডেন্ড দেবে, সিটি গ্রুপ এটিকে কিনে নেবে। তখন এর গ্রোথ অনেক বৃদ্ধি। এসব খবর ছড়ানোর পর রহিমা ফুডের শেয়ার দর ২০ টাকা থেকে প্রায় ৬০ টাকার ওপরে নিয়ে যাওয়া হয়।

শেয়ারবাজারনিউজ/ম.সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.