আজ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ইং, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৯ অক্টোবর ২০১৬, রবিবার |

kidarkar

বিশ্বের বড় তিন সূচক কমছে

standards-and-poorশেয়ারবাজার রিপোর্ট: বিশ্বের গুরুত্বপূর্ণ এবং বড় তিনটি সূচক কমেছে। সূচক গুলো হল: ডি ও ডব্লিউ, নাসডাক এবং এসএন্ডপি। এর মধ্যে ডি ও ডব্লিউ সূচক ২৮.০১ পয়েন্ট বা ০.১৫ শতাংশ কমে অবস্থান করছে ১৮ হাজার ২৪০.৪৯ পয়েন্টে, নাসডাক ১৪.৪৪৭ পয়েন্ট বা ০.২৭ শতাংশ কমে ৫ হাজার ২৯২.৪১ পয়েন্টে এবং এস এন্ড পি ৭.০৩ পয়েন্ট বা ০.৩৩ শতাংশ কমে ২ হাজার ১৫৩.৭৪ পয়েন্টে অবস্থান করছে। সিএনএন সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

এসব সূচকের মধ্যে গেইনারের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলো হল: গ্যাপ ইনকর্পোরেশনের দর বেড়েছে ১৫.২৩ শতাংশ, ফ্রন্টায়ার কমিউনিকেশনস কর্পোরেশনের ৬.০২ শতাংশ, নেক্সটইরা এনার্জি ইনকর্পোরেশনের ৩.১৪ শতাংশ, সেঞ্চুরী লিংক ইনকর্পোরেশনের ২.৯৩ শতাংশ, কোহলস কর্পোরেশনের ২.৫৮ শতাংশ, কোরভো ইনকর্পোরেশনের ২.৩৫ শতাংশ, এক্স এল গ্রুপ লিমিটেডের ২.৩৫ শতাংশ, রেঞ্জ রিসোর্স কর্পোরেশনের ২.১১ শতাংশ, খাব লিমিটেডের ২.০৯ শতাংশ এবং আরবান আউট ফিটার্স ইনকর্পোরেশনের দর বেড়েছ ২.০৯ শতাংশ।

অন্যদিকে লুজারের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে: তিসন ফুডসের দর কমেছে ৮.৯১ শতাংশ, পিপিজি ইন্ডাস্ট্রিজের ৮.২৮ শতাংশ, হানিওয়েল ইন্ডাস্ট্রিজের ৭.৫০ শতাংশ, ফার্স্ট সোলারের ৫.৪৬ শতাংশ, মার্টিন ম্যারিটা ম্যাটেরিয়ালসের ৪.৬৭ শতাংশ, কোটি ইনকর্পোরেশনের ৪.৬৪ শতাংশ, চেসাপেক এনার্জির ৪.৫১ শতাংশ, ভুলকান ম্যাটেরিয়ালসের ৪.৩২ শতাংশ, পেরিগো কোম্পানি ৪.১০ শতাংশ এবং ম্যাসকো কর্পোরেশনের ৪.০৭ শতাংশ।

একই সাথে মোস্ট এ্যাকটিভ শেয়ারগুলোর মধ্যে রয়েছে: ব্যাংক অব আমেরিকা, কোটি ইনকর্পোরেশন, ফ্রন্টেয়ার কমিউনিকেশন, চেসপ্যাক এনার্জি, জেনারেল ইলেক্ট্রনিক, ফ্রিপোর্ট, গ্যাপ, ওয়েলস ফার্গো, এ্যাপেল এবং মাইক্রোন টেকনোলজি।

শোরবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.