আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১০ অক্টোবর ২০১৬, সোমবার |

kidarkar

লেনদেন স্থগিতাদেশ প্রত্যাহারেই লেনদেনের শীর্ষে সামিট পাওয়ার

summit-power-limited_সামিটশেয়ারবাজার রিপোর্ট: অনির্দিষ্টকালের লেনদেন স্থগিতাদেশ প্রত্যাহার করার পর প্রথম দিনেই দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছ বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড। সামিট পাওয়ারের সাথে একই গ্রুপের আরো তিনটি কোম্পানির একীভূতকরণ প্রক্রিয়ায় যথাযথ বিধি অনুসরণ করা হয়নি। এমন অভিযোগে তালিকাভুক্ত সামিট পাওয়ারের লেনদেন স্থগিত করার নির্দেশ দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন।

উল্লেখ্য, দেশের উভয় স্টক এক্সচেঞ্জ সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানিকে তালিকাচ্যুত করে সামিট পাওয়ারের লেনদেন অব্যাহত রাখে। একীভূতকরণের পর পরিশোধিত মূলধন নিয়ে সমস্যা থাকার বিষয়টি ঐদিন লেনদেন শেষে নিয়ন্ত্রক সংস্থার নজরে পড়ে। এরপর দুই স্টক এক্সচেঞ্জকে জরুরি তলব করে বিএসইসি। সে বৈঠকে সামিট পাওয়ারের লেনদেন অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়।

এরপর গত মঙ্গলবার (৪ অক্টোবর) বিএসইসির ৫৮৪তম সভায় কোম্পানিগুলো একীভূতকরণ গৃহীত হয়। তারপর ৯ অক্টোবর উভয় স্টক একচেঞ্জে লেনদেন আবার শুরু করার অনুমোদন দেয়। এরই পরিপ্রেক্ষিতে আজ (সোমবার, ১০ অক্টোবর) আবার সামিট পাওয়ারের শেয়ার লেনদেন হয়। এ কারণেই সোমবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সদ্য মার্জার হওয়া এ কোম্পানি। এমনটাই মনে করছে বাজার সংশ্লিষ্টরা।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে (সোমবার) মার্জারের পর নতুনভাবে লেনদেন শুরু হওয়া সামিট পাওয়ারের শেয়ার দর ৩৩ টাকা থেকে ৩৫.৩০ টাকা পর্যন্ত উঠানামা করে সর্বশেষ ৩৫.২০ টাকায় লেনদেন হয়। আর সারাদিনে কোম্পানিটির ১ কোটি ৫ লাখ ৪৯ হাজার ৩৬০টি শেয়ার ৫ হাজার ২৭৪ বার লেনদেন হয়ে লেনদেনের শীর্ষে অবস্থান করে। যার বাজার দর ৩৬ কোটি ৬৭ লাখ ১২ হাজার টাকা।

সোমবার লেনদেনের শীর্ষে থাকা অন্যান্যের মধ্যে সিঙ্গার বাংলাদেশের শেয়ারে লেনদেন হয়েছে ১৭ কোটি ৫১ লাখ ৯৫ হাজার টাকা, ন্যাশনাল ব্যাংকের ১৪ কোটি ৭৭ লাখ ১১ হাজার টাকা, পাওয়ার গ্রীডের ১৩ কোটি ৪ লাখ ৫১ হাজার টাকা, বিএসসি’র ১১ কোটি ৩১ লাখ ৬ হাজার টাকা, একমি ল্যাবের ১০ কোটি ৬৯ লাখ ২৯ হাজার টাকা, বিএসআরএম লিমিটেডের ৮ কোটি ৪৬ লাখ ৭৫ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৮ কোটি ৩১ লাখ টাকা, তিতাস গ্যাসের ৭ কোটি ৬৮ লাখ ৫১ হাজার টাকা, ডোরিন পাওয়ারের ৭ কোটি ২৪ লাখ ৫৫ হাজার টাকা, গ্লোবাল হ্যাভী কেমিক্যালের ৬ কোটি ৬ লাখ ১৪ হাজার টাকা, মবিল যমুনা’র ৬ কোটি ৩ লাখ ৬৭ হাজার টাকা, লাফার্জ সুরমা’র ৫ কোটি ৯৮ লাখ ৫২ হাজার টাকা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫ কোটি ৩৯ লাখ ৮১ হাজার টাকা, অলিম্পিকের ৫ কোটি ৫ লাখ ৪৪ হাজার টাকা, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৪ কোটি ৮৫ লাখ ৫৩ হাজার টাকা, ইয়াকিন পলিমারের ৪ কোটি ৭৪ লাখ ৪২ হাজার টাকা, ইভিন্স টেক্সটাইলের ৪ কোটি ৭৩ লাখ ৫৮ হাজার টাকা, আর্গন ডেনিমসের ৪ কোটি ৩৩ লাখ ২৭ হাজার টাকা এবং হামিদ ফেব্রিক্সের শেয়ারে লেনদেন হয়েছে ৪ কোটি ৯ লাখ ১০ হাজার টাকা।

সিএসই’তে লেনদেনের শীর্ষে থাকা সামিট পাওয়ারের ৯ লাখ ২২ হাজার ৭৯৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩ কোটি ২১ লাখ ৭৩ হাজার টাকা। সিএসই’তে লেনদেনের শীর্ষে থাকা অন্যান্যের মধ্যে বিএসআরএম লিমিটেডের শেয়ারে লেনদেন হয়েছে ৩ কোটি ৫ লাখ ৬ হাজার টাকা, একমি ল্যাবের ২ কোটি ৩ লাখ ৯৬ হাজার টাকা, লাফার্জ সুরমা’র ৮৯ লাখ ১২ হাজার টাকা, ন্যাশনাল ব্যাংকের ৬৮ লাখ ২৫ হাজার টাকা, ইয়াকিন পলিমারের ৬০ লাখ ৮০ হাজার টাকা, বিএসসি’র ৪৯ লাখ ৭৪ হাজার টাকা, এসআলম কোল্ড রোল্ডের ৪৯ লাখ ৫ হাজার টাকা, ডোরিন পাওয়ারের ৪৩ লাখ ৬০ হাজার টাকা, ড্রাগন সোয়েটারের ৪২ লাখ ৩১ হাজার টাকা, বেক্সিমকো’র ৪১ লাখ ৮৬ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৩৬ লাখ ৫ হাজার টাকা, অলিম্পিক এক্সেসরিজের ৩৩ লাখ ২৩ হাজার টাকা, ফারইস্ট ফাইন্যান্সের ৩২ লাখ ২০ হাজার টাকা, পাওয়ারগ্রীডের ৩১ লাখ ৯৬ হাজার টাকা, ফার কেমিক্যালের ২৮ লাখ ২০ হাজার টাকা, গ্লোবাল হ্যাভী কেমিক্যালের ২৬ লাখ ৩ হাজার টাকা, এনসিসি ব্যাংকের ২৫ লাখ ৫৪ হাজার টাকা, বিডি কমের ২৫ লাখ ৪৮ হাজার টাকা এবং বিএসআরএম স্টীলের শেয়ারে লেনদেন হয়েছে ২৫ লাখ ৪১ হাজার টাকা।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.