আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ মার্চ ২০১৫, রবিবার |

kidarkar

শাহজালাল ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

shahjalal_islami_bankশেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। রোববার অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০২ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৫.৯৫ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য শাহজালাল ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ জুন সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ এপ্রিল।

উল্লেখ্য, ২০১৩ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল শাহজালাল ইসলামী ব্যাংক । আর সে সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১.৯৬ টাকা ।

২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। আর পরিশোধিত মূলধনের পরিমাণ ৭৩৪ কোটি ৭০ লাখ টাকা।

শেয়ারবাজার/মু/ও

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.