আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ অক্টোবর ২০১৬, শনিবার |

kidarkar

কাল থেকে শুরু সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের আইপিও আবেদন

Mutualfunds_মিউচ্যুয়াল ফান্ডশেয়ারবাজার রিপোর্ট: আগামী কাল (রোববার, ১৬ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ১০ বছর মেয়াদী সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের আইপিও আবেদন, চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। এর আগে ১লা সেপ্টেম্বর দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৮২তম সভায় ফান্ডটিকে অনুমোদন দেয়া হয়।

সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান এর মেয়াদ হবে ১০ বছর, আকার ১০০ কোটি টাকা এবং প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ টাকা। এর মধ্যে উদ্যোক্তা অংশের ১০ কোটি টাকা এবং প্রি-আইপিও প্লেসমেন্ট এর মাধ্যমে ২০ কোটি টাকাসহ মোট ৩০ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। বাকী ৭০ কোটি টাকা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সকল বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে।

এদিকে আইপিও’র ৭০ কোটি টাকার মধ্যে ৭ কোটি টাকা মিউচ্যুয়াল ফান্ডের জন্য, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ২৮ কোটি টাকা, প্রবাসী বিনিয়োগকারীদের জন্য ৭ কোটি টাকা এবং ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র বিনিয়োগকারীসহ সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২৮ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ফান্ডটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১০ বছর। ফান্ডটির উদ্যোক্তা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)। সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিএপিএম (ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট পোর্টফোলিও ম্যানেজমেন্ট) কোম্পানি লিমিটেড। ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে থাকছে সরকারের বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.