আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৩ অক্টোবর ২০১৬, বৃহস্পতিবার |

kidarkar

প্রান্তিকের প্রভাবে লেনদেন বাড়ছে সামিট পাওয়ার এবং বিএসআরএম লিমিটেডে

লেনদেনের শীর্ষে_Turn overশেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবসে (১৩ অক্টোবর) দেশের প্রধাণ শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই অবস্থানে রয়েছে প্রকৌশল খাতের বিএসআরএম লিমিটেড। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসআরএম লিমিটেড গত ৬ অক্টোবর ছয় মাসের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে কোম্পানির শেয়ার প্রতি আয় আগের বছরের তুলনায় ২.০৭ টাকা বা ২০৮ শতাংশ বেড়েছে। অপর দিকে সাথে সামিট পাওয়ার প্রথম প্রান্তিকের (জুলাই১৬ থেকে সেপ্টেম্বর১৬) অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানির ইপিএস বেড়েছে ০.০৮ টাকা বা ৮.৪২ শতাংশ। কয়েক দিনের মধ্যে প্রকাশ পাওয়া এবং সেই থাতে ইপিএস বাড়াতে এই দুটি শেয়ারে লেনদেন বাড়ছে। এমনটাই মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার ডিএসই’তে সামিট পাওয়ারের মোট ৭০ লাখ ৭৭ হাজার ৭১১টি শেয়ার ২ হাজার ২৮৬ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ২৫ কোটি ৩০ লাখ ৪৬ হাজার টাকা।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা অন্যান্যের মধ্যে ব্র্যাক ব্যাংকের শেয়ারে লেনদেন হয়েছে ১৮ কোটি ৫০ লাখ ৯০ হাজার টাকা, মবিল যমুনা’র ১৭ কোটি ৭৫ লাখ ৩৯ হাজার টাকা, বিএসআরএম লিমিটেডের ১২ কোটি ৫২ লাখ ৩৫ হাজার টাকা, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ১১ কোটি ৬৪ লাখ ৭৭ হাজার টাকা, তিতাস গ্যাসের ১০ কোটি ৬ লাখ ৫ হাজার টাকা, সিঙ্গার বাংলাদেশের ৯ কোটি ৩৫ লাখ ১৩ হাজার টাকা, জেমিনি সী ফুডের ৮ কোটি ৬৪ লাখ ৯৯ হাজার টাকা, যমুনা অয়েলের ৭ কোটি ৬৯ লাখ ২২ হাজার টাকা, জিএসপি ফাইন্যান্সের ৭ কোটি ৪৪ লাখ ৬৬ হাজার টাকা, পাওয়ারগ্রীডের ৬ কোটি ৭০ লাখ ৭১ হাজার টাকা, অলিম্পিকের ৫ কোটি ৮৫ লাখ ৮০ হাজার টাকা, বিএসআরএম স্টীলের ৫ কোটি ৬৯ লাখ ৩৯ হাজার টাকা, লংকা বাংলা ফাইন্যান্সের ৫ কোটি ৬০ লাখ ৯৭ হাজার টাকা, মেঘনা লাইফের ৫ কোটি ৫৮ লাখ ৮৯ হাজার টাকা, বিএসসি’র ৫ কোটি ২০ লাখ ৬৫ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ৫ কোটি ৬ লাখ ১১ হাজার টাকা, পেনিন সুলার ৪ কোটি ৯৬ লাখ ৩৮ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৪ কোটি ৯৫ লাখ ৯৬ হাজার টাকা এবং আইপিডিসি’র শেয়ারে লেনদেন হয়েছে ৪ কোটি ৮৬ লাখ ৬৭ হাজার টাকা।

আজ সিএসই’তে বিএসআরএম লিমিডেডের ১ লাখ ৩৮ হাজার ১৪৫টি শেয়ার হাতবদল হয়ে লেনদেনের শীর্ষে অবস্থান করে। যার বাজারমূল্য ২ কোটি ১১ লাখ ৩৫ হাজার টাকা।

সিএসই’তে লেনদেনের শীর্ষে থাকা অন্যান্যের মধ্যে সামিট পাওয়ারের শেয়ারে লেনদেন হয়েছে ৭৩ লাখ ৭২ হাজার টাকা, পেনিনসুলা’র ৬৪ লাখ ১৩ হাজার টাকা, গ্লোবাল হ্যাভী কেমিক্যালের ৫৫ লাখ টাকা, ন্যাশাল হাউজিং ফাইন্যান্সের ৫৪ লাখ ৫৪ হাজার টাকা, লংকা বাংলা ফাইন্যান্সের ৫৩ লাখ ৩৮ হাজার টাকা, সাবমেরিন ক্যাবলের ৫২ লাখ ২৪ হাজার টাকা, বিবিএসের ৫০ লাখ টাকা, স্কয়ার ফার্মার ৪৩ লাখ ৫৪ হাজার টাকা, লাফার্জ সুরমা’র ৪১ লাখ ৮১ হাজার টাকা, মবিল যমুনা’র ৪১ লাখ ৩০ হাজার টাকা, ফার কেমিক্যালের ৪০ লাখ ২৩ হাজার টাকা, ন্যাশনাল ব্যাংকের ৩৭ লাখ ১৫ হাজার টাকা, তিতাস গ্যাসের ৩৫ লাখ ৯৭ হাজার টাকা, অলিম্পিক এক্সেসরিজের ৩৪ লাখ ২০ হাজার টাকা, বিএসসি’র ৩২ লাখ ২৮ হাজার টাকা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২৯ লাখ ৮৬ হাজার টাকা, আমরাটেকের ২৯ লাখ ৫৪ হাজার টাকা, ইভিন্স টেক্সটাইলের ২৮ লাখ ৮৩ হাজার টাকা এবং ইয়াকিন পলিমারের শেয়ারে লেনদেন হয়েছে ২৮ লাখ ৭৫ হাজার টাকা।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.