আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২০ অক্টোবর ২০১৬, বৃহস্পতিবার |

kidarkar

শেয়ারবাজারকে জ্বালিয়ে এবার বিদ্যুৎ খাতে নজর দিয়েছে মেঘনা গ্রুপ

megna_petশেয়ারবাজার রিপোর্ট: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ শেয়ারবাজারে ভাল করতে না পারলেও এবার বিদ্যুৎ খাতে ব্যবসা করতে চাচ্ছে। এর জন্য চীনকে পাশে নিয়ে বিদ্যুৎ খাতে ১৭০ কোটি ডলার বা প্রায় ১৩ হাজার ৬০০ কোটি টাকা বিনিয়োগ করবে মেঘনা গ্রুপ।

এর জন্য বিদ্যুৎ উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ত্ব চীনা কোম্পানি পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশন অব চায়নার সঙ্গে মেঘনা গ্রুপের সঙ্গে চুক্তি হয়েছে। চীনা প্রেসিডেন্ট শী জিমপিং এর বাংলাদেশ সফরের সময় এ চুক্তি স্বাক্ষর হয়।

উল্লেখ্য, মেঘনা গ্রুপের দুটি কোম্পানি মেঘনা পেট ও মেঘনা কনডেস্কমিল্ক দীর্ঘদিন ধরে লোকসানে রয়েছে। এতে কোম্পানি দুটি বেশ কয়েক বছর ধরে শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দিতে ব্যর্থ হয়েছে। শেয়ারবাজারে এ দুটি কোম্পানিতে বিনিয়োগ করে বিনিয়োগকারীদের অশেষ ক্ষতি হয়েছে। তাছাড়া মেঘনা গ্রুপের মালিকানা নিয়ে জটিলতার অভিযোগও রয়েছে।

এ বিষয়ে মেঘনা গ্রুপের শীর্ষ নির্বাহীদের মন্তব্য জানতে চাইলে তারা কোন মন্তব্য করতে রাজি হননি।

তবে বিদ্যুৎ প্রকল্প সম্পর্কে জানতে চাইলে নাম প্রকাশ না করে এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, বাংলাদেশে মেঘনা গ্রুপ ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। এর জন্য দুটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। এর জন্য ১.৭ বিলিয়ন ডলার বা প্রায় ১৩ হাজার ৬০০ কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন। আর এ প্রকল্প চীনা কোম্পানি এবং মেঘনা গ্রুপের অর্থায়নে সম্পন্ন হবে।

জানা যায়, ৬৬০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট নির্মাণ করা হবে। কুমিল্লার দাউদকান্দিতে এ দুটি ইউনিট নির্মাণ করা হবে। তবে মালিকানার শতাংশ নিয়ে এখনও চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি।

কোম্পানি সূত্র জানায়, চুক্তি সম্পন্ন হলেও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শুরু করতে আরও দুই বছর সময় লাগবে। তবে এরই মধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে।

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.