আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৯ অক্টোবর ২০১৬, বুধবার |

kidarkar

বোর্ড সভার আশায় লেনদেনের শীর্ষে ন্যাশনাল ব্যাংক

national-bank_ন্যাশনাল ব্যাংকশেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে (১৯ অক্টোবর) দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি কয়েকদিনের মধ্যে তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত বোর্ড সভার ডাক দিতে পারে। কেননা কোম্পানিটি গত বছর তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছিল ২১ অক্টোবর ২০১৫ তারিখে। বছরের এই সময়টাতেই কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ এবং তাতে ভাল ইপিএসের আশায় কোম্পানিটির শেয়ারে লেনদেন বেড়েছে। এমনটাই মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বুধবার ডিএসই’তে ন্যাশনাল ব্যাংকের মোট ৩ কোটি ৫৭ লাখ ৮২ হাজার ৮৪২টি শেয়ার ৩ হাজার ১৮৫ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ৩৬ কোটি ১২ লাখ ৪ হাজার টাকা।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা অন্যান্যের মধ্যে ডোরিন পাওয়ারের শেয়ারে লেনদেন হয়েছে ২০ কোটি ৮২ লাখ ৯২ হাজার টাকা, গ্রামীণ ফোনের ১৪ কোটি ৫০ লাখ ১২ হাজার টাকা, একটিভ ফাইন কেমিক্যালের ১২ কোটি ৭৮ লাখ ৪ হাজার টাকা, সামিট পাওয়ারের ১২ কোটি ৬২ লাখ ১৭ হাজার টাকা, বাংলাদেশ থাইয়ের ১০ কোটি ৭৪ লাখ ৫৬ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৮ কোটি ৪৬ লাখ ১৪ হাজার টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৭ কোটি ৯২ লাখ ৯৬ হাজার টাকা, বিএসআরএম লিমিটেডের ৭ কোটি ৭৯ লাখ ৭৪ হাজার টাকা, মবিল যমুনা’র ৭ কোটি ৪১ লাখ ১০ হাজার টাকা, লাফার্জ সুরমা’র ৭ কোটি ১৪ লাখ ৯৯ হাজার টাকা, তিতাস গ্যাসের ৬ কোটি ৬০ লাখ ৫২ হাজার টাকা, আরামিট সিমেন্টের ৬ কোটি ৫৬ লাখ ৬৫ হাজার টাকা, যমুনা অয়েলের ৬ কোটি ১৬ লাখ ৬৮ হাজার টাকা, প্রিমিয়ার ব্যাংকের ৬ কোটি ১১ লাখ ৮ হাজার টাকা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ৬ কোটি ৮ লাখ ৯৪ হাজার টাকা, একমি ল্যাবের ৫ কোটি ৮৮ লাখ ৯৮ হাজার টাকা, সিঙ্গার বাংলাদেশের ৫ কোটি ৮৫ লাখ ৯২ হাজার টাকা, ইয়াকিন পলিমারের ৫ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকা এবং এনসিসি ব্যাংকের শেয়ারে লেনদেন হয়েছে ৫ কোটি ৪৬ লাখ ৭২ হাজার টাকা।

আজ সিএসই’তে ন্যাশনাল ব্যাংকে’র ২৪ লাখ ৪৬ হাজার ৫৩৭টি শেয়ার হাতবদল হয়ে লেনদেনের শীর্ষে অবস্থান করে। যার বাজারমূল্য ২ কোটি ৪৭ লাখ ৪৩ হাজার টাকা।

সিএসই’তে লেনদেনের শীর্ষে থাকা অন্যান্যের মধ্যে আরামিট সিমেন্টের শেয়ারে লেনদেন হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৭৩ হাজার টাকা, বিএসআরএম লিমিটেডের ১ কোটি ২৭ লাখ ৩৯ হাজার টাকা, একটিভ ফাইন কেমিক্যালের ৯১ লাখ ৮৬ হাজার টাকা, একমি ল্যাবের ৮৭ লাখ ৯৩ হাজার টাকা, প্রিমিয়ার ব্যাংকের ৭৭ লাখ ৯ হাজার টাকা, ডোরিন পাওয়ারের ৭৬ লাখ ৫৩ হাজার টাকা, বেক্সিমকো’র ৭২ লাখ ৫৯ হাজার টাকা, গ্লোবাল হ্যাভী কেমিক্যালের ৭১ লাখ ৯৮ হাজার টাকা, সিভিও পেট্রোকেমিক্যালের ৬৯ লাখ ৩৫ হাজার টাকা, বাংলাদেশ থাইয়ের ৬৭ লাখ ৯ হাজার টাকা, এবি ব্যাংকের ৬২ লাখ ৫৯ হাজার টাকা, গ্রামীণ ফোনের ৬২ লাখ ৩৫ হাজার টাকা, ইয়াকিন পলিমারের ৬০ লাখ ৪৮ হাজার টাকা, সাইফ পাওয়ারটেকের ৫৫ লাখ ১৪ হাজার টাকা, ইউনিয়ন ক্যাপিটালের ৫২ লাখ ৪৪ হাজার টাকা, অলিম্পিক এক্সেসরিজের ৪৬ লাখ ১৩ হাজার টাকা, লাফার্জ সুরমার ৪৫ লাখ ৭১ হাজার টাকা, সাবমেরিন ক্যাবলের ৪২ লাখ ১ হাজার টাকা এবং সামিট পাওয়ারের শেয়ারে লেনদেন হয়েছে ৪০ লাখ ৬৮ হাজার টাকা।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.