আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ অক্টোবর ২০১৬, শনিবার |

kidarkar

রাস্তায় যানবাহন নেই দুর্ভোগে জনসাধারণ

e829dd318f8817b84c0670ea7e6c44d1-02-jpgcnশেয়ারবাজার রিপোর্ট: বর্তমান সরকার আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে আজ শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন পথে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ কারণ, সম্মেলন উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে ফলে বাস না পেয়ে অনেকে হেঁটেই চলেছেন গন্তব্যের দিকে

আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ফার্মগেট, কারওয়ান বাজার, বিজয় স্মরণী, মহাখালী, মিরপুর, আগারগাঁওসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তায় যানবাহন কম। কয়েকটি সড়কে আবার বাস চলতে দেওয়া হচ্ছে না। সেখানে সিএনজিচালিত অটোরিকশা বা প্রাইভেট কার চলছে।

খোঁজ নিয়ে জানা গেল, সকালে থেকে অনেক রোডে যানবাহন ঢুকা নির্দেশ। যার কারণে অনেক বাসস্টান থেকে অনেক যানবাহন চলাবন্ধ রেখেছে। সকালে মোহাম্মাদপুর বাসস্ট্যান্ড থেকে গুলশান, বাড্ডা চলাফেরা করা বিআরটিসির বাস বন্ধ করে রেখেছে। কয়েকটা বাস ছাড়লেও তা ফার্মগেট থেকেই ঘুরিয়ে আবার স্ট্যান্ডে ফিরে আসছে। বিআরটিসির অনেক কর্মকর্তা বলেন, এরকমভাবে বাস চালালে আমাদের অনেক ক্ষতির সম্মুখিন হতে হবে। তাই আমরা বাস বন্ধ করে রেখেছি। এমনকি কালও বন্ধ রাখবো।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন, তিনি জাহাজে চাকরি করেন বাসা ফার্মগেট তার অফিস কাঁচপুরে ফার্মগেট থেকে কাচঁপুরে যাওয়ার কোন বাস পাননি সিএনজিচালিত অটোরিকশা অনেক টাকা চায় জন্য হেঁটেই রওনা দিয়েছেন

ঢাকার বিভিন্ন সড়কেই কমবেশি চিত্রটা এমনই কিছু কিছু বাস কারওয়ান বাজার মোড় (সোনারগাঁও হোটেল মোড়) পর্যন্ত এলেও সেখান থেকেই ঘুরিয়ে দেওয়া হয় তবে অনেক বাস বিভিণ্ন জায়গা দিয়ে ঘুরে নিজেদের গন্তব্য স্থানে যেতে দেখা গেছে। সকালে মিরপুর ১২ নম্বর থেকে শিকড় বাসটি আগারগাঁও পর্যন্ত আসার পর ঘুরিয়ে দেওয়া হয় পরে সেটি মিরপুর রোড দিয়ে বকশীবাজার হয়ে গুলিস্থানে যায়। এমনকি মতিঝিলে যাওয়া বাসগুলো শাহাবাগ রাস্তা বন্ধ হওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিতর দিয়ে মতিঝিলে যাচ্ছে।

তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মানুষ তুলনামূলক কম বের হয়েছেন। তাই কাজের তাগিদে যাঁরা বের হয়েছেন, তাদের বেশির ভাগকেই অনেকটা হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে।

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.