আজ: বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ইং, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ অক্টোবর ২০১৬, সোমবার |

kidarkar

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে টেলিটকের কর্মীরা

teletalkশেয়ারবাজার ডেস্ক: বেতন-ভাতা বাড়ানোর দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন দেশের একমাত্র সরকারি মুঠোফোন টেলিটকের কর্মীরা।  আজ সোমবার সকাল থেকে  অপারেটরটির কর্মীরা এই কর্মসূচি শুরু করেন।

এদিকে টেলিটকের কর্মীদের এমন কর্মসূচিতে বিপাকে পরেছন গ্রাহকরা। গুলশানের গ্রাহক সেবা কেন্দ্রে সেবা দেওয়ার কেউ নেই।

 গুলশানের রাজউক ভবনে টেলিটকের প্রধান কার্যালয়ে টেলিটক এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই কর্মসূচি চলছে।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, এক বছরের বেশি সময় ধরে অন্য সরকারি প্রতিষ্ঠানের মতো এর কর্মীরা বেতন শতভাগ বাড়ানোর জন্য দাবি করে আসছিলো। কিন্তু কর্তৃপক্ষ শুরু থেকেই এ নিয়ে টালবাহানা করছে। তাই বাধ্য হয়ে তারা কর্মবিরতিতে গিয়েছেন।

উল্লেখ, এর আগে গত ২১ আগস্ট টেলিটকের কর্মীরা একই দাবিতে কর্মবিরতিতে যান। তখন ওই দাবি বাস্তবায়নের বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন প্রত্যাহার করে নেন তারা।

প্রতিমন্ত্রীর তখন বিভিন্ন পর্যায়ের কর্মীদের শতভাগ পর্যন্ত বেতন বাড়ানোর উদ্যোগ টেলিটককে নিতে বলেন। তবে সেই সিদ্ধান্ত এখনো পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ টেলিটক কর্মীদের।

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.