আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৫ অক্টোবর ২০১৬, মঙ্গলবার |

kidarkar

৮০০ জনকে খুন করলো এক দম্পতি

image-43952-1477383827শেয়ারবাজার ডেস্ক: মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট। তিনি বলেছিলেন, তিন লাখ মাদক পাচারকারীকে প্রাণে মারবেন। সেই কাজে পুলিশ বা সেনা যথেষ্ট নয়, তাই ভাড়া করতে হচ্ছে সিরিয়াল কিলার। আর এতে এক দম্পতিকে নিয়োগও দেওয়া হয়।

তেমনই এক খুনে দম্পতির কথা প্রকাশ্যে এসেছে ফিলিপাইনের জাতীয় সংবাদ মাধ্যমে।

এখন পর্যন্ত খুন হওয়া প্রায় ৪ হাজার লোকের মধ্যে ৮০০ জনের প্রাণ নিয়েছেন শে ও শেইলা নামে এই দম্পতি। সম্প্রতি ফিলিপাইনের এক জাতীয় সংবাদ মাধ্যমে এই দম্পতি একটি সাক্ষাৎকার দিয়েছেন। তাতেই এ তথ্য বেরিয়ে এসেছে।

সাক্ষাৎকারে তারা জানিয়েছেন, নতুন রাষ্ট্রনায়ক যখন মাদকের বিরুদ্ধে তার লড়াইয়ের কথা ঘোষণা করলেন, তখন এই পেশায় না এলে না খেয়ে মরতে হতো তাদের। তাই বাধ্য হয়েই মানুষ খুনের কাজে নেমেছিলেন। প্রথমে একা কাজ করতেন শে। কিন্তু দেখা গেল বেশ কিছু টার্গেটের কাছে তার পৌঁছতে অসুবিধা হচ্ছে। তাই বাধ্য হয়েই নিজের স্ত্রীকে কাজে নামতে বলেন। শেষ পর্যন্ত শেইলাও এই পেশায় নামেন। অনেক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে খুনের কাজে সাহায্য করাই শেইলার কাজ। প্রতিটি খুনের জন্য সরকার থেকে ১০০ মার্কিন ডলারও পান তারা। প্রথমে যে দলের হয়ে তারা কাজ করেন সেখান থেকে টার্গেটের ছবি জোগাড় করতে হয়। তিন দিনের মধ্যে কাজ সারলেই হাতে হাতে টাকা চলে আসে।

কিন্তু এই পেশা নিয়ে খুশি তারা?‌ বললেন, যখন বাড়িতে ফিরি প্রথমে নিজের সন্তানদের দিকে তাকিয়ে বেশ অপরাধবোধ হয়। কিন্তু পরে বুঝি, যাকে মেরে এলাম, সে আমাদের থেকেও বেশি ক্ষতিকারক। বেঁচে থাকলে আমার সন্তানের মতো অনেকের জীবনই ধ্বংস করে দিত নিজে হাতে।

শেয়ারবাজারনিউজ/সো

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.