আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৫ অক্টোবর ২০১৬, মঙ্গলবার |

kidarkar

ঢাবি ভর্তি পরীক্ষায় পাসের হার ১৩.৫৫ শতাংশ

dhaka university_DU_ঢাকা বিশ্ববিদ্যালয়_ঢাবিশেয়ারবাজার ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১১ হাজার ৩৩০ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ। আজ (২৫ অক্টোবর) সন্ধ্যায় এ ফল প্রকাশ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ফল ঘোষণা করেন।

এবার ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৭৪৫টি আসনের বিপরীতে ১১ হাজার ৩৩০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার জন্য আবেদন করেছিলেন ৯০ হাজার ৪২৭ জন। পরীক্ষায় অংশ নেন ৮৩ হাজার ৫৮২ জন।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd থেকে ফল জানতে পারবেন। এ ছাড়া যেকোনো মোবাইল অপারেটরের মেসেজ অপশনে গিয়ে DU স্পেস Ka স্পেস ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানতে পারবেন।

পাস করা সব শিক্ষার্থীকে আগামী ৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর ২০১৬ পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত এবং বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে বলা হয়েছে।

শেয়ারবাজারনিউজ/সো

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.