আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৬ অক্টোবর ২০১৬, বুধবার |

kidarkar

পাঁচ কোম্পানি হল্টেড

Holted হল্টেডশেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে (২৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ কোম্পানির শেয়ার হল্টেড হয়। কোম্পানিগুলো হল: বিচ হ্যাচারি, বিডি সার্ভিস, সাভার রি-ফ্যাক্টরিজ, স্টাইল ক্রাফট এবং ঝিলবাংলা সুগার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূ্ত্রমতে, দুপুর ১২টার দিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসব কোম্পানির মধ্যে শেয়ার বিক্রেতার সংকটে হল্টেড হয় সাভার রি-ফ্যাক্টরিজ, স্টাইল ক্রাফট এবং বিডি সার্ভিসের। শেয়ার ক্রেতার সংকটে হল্টেড হয় বিচ হ্যাচারি এবং ঝিলবাংলা সুগারের।

দিনশেষে সাভার রি-ফ্যক্টরিজের ২১০টি শেয়ার ৪ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ৯ হাজার টাকা। শেয়ারটিতে লেনদেন হওয়া সর্বশেষ দর ৪৩ টাকা। স্টাইল ক্রাফটের ৫ হাজার ২৫টি শেয়ার ১৫৩ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ৭৯ লাখ ৯৩ হাজার টাকা। শেয়ারটিতে লেনদেন হওয়া সর্বশেষ দর ১ হাজার ৫৯৩.৫০ টাকা। বিডি সার্ভিসের কোন শেয়ার লেনদেন হয়নি।  শেয়ারটিতে লেনদেন হওয়া গত কালের সর্বশেষ দর ৫.৫০ টাকা।

বিচ হ্যাচারির ৮২ হাজার ৭৩টি শেয়ার ৬৪ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ৭ লাখ ৯১ হাজার টাকা। শেয়ারটিতে লেনদেন হওয়া সর্বশেষ দর ৯.৫০ টাকা এবং ঝিলবাংলার ৩৩ হাজার ১৯০টি শেয়ার ১০১ বার লেনদেন হয়।যার বাজার মূল্য ৬ লাখ ২৭ হাজার টাকা। শেয়ারটিতে লেনদেন হওয়া সর্বশেষ দর ১৮.২০ টাকা।

শেয়ারবাজারনিউজ/সো

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.