আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

৩১ অক্টোবর ২০১৬, সোমবার |

kidarkar

তদন্ত কমিটির খবরে লেনদেনের শীর্ষে ডরিন পাওয়ার

doreen power_ডোরিন পাওয়ার-ডরিন পাওয়ারশেয়ারবাজার রিপোর্ট: ডরিন পাওয়ারের বিরুদ্ধে গতকাল (৩০ অক্টোবর) তদন্ত কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থ। দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কয়েক দিন যাবৎ অস্বাভাবিক হারে কোম্পানিটির শেয়ারদর বৃদ্ধির বিষয়ে খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করে।

যার ফলে কোম্পানিটির শেয়ার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিনিয়োগকারীরা। এই প্রেক্ষিতে কোম্পানির শেয়ারদর কমেছে ৯.২২ শতাংশ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি। এমনটাই মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমসের সাম্প্রতিক শেয়ার দর বাড়ার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রোববার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত বিএসইসির ৫৮৬ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমিটিকে পরবর্তী ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জানা গেছে, লভ্যাংশ ঘোষণা এবং জুলাই থেকে সেপ্টেম্বর’২০১৬ সময়ে প্রথম প্রান্তিকের সমন্বিত মুনাফা ঘোষণাকে কেন্দ্র করেই হঠাৎ করে ১৭ অক্টোবর থেকে ডরিন পাওয়ারের শেয়ার দর বাড়তে শুরু করে। আর কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার প্রেক্ষিতে এর কারণ অনুসন্ধানের জন্য বিএসইসি তদন্ত কমিটি গঠন করেছে। উপ-পরিচালক মুসতারি জাহান ও শামসুর রহমানের সমন্বয়ে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি। আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে বিএসইসি।

সোমবার ডিএসই’তে লেনদেনের শীর্ষে থাকা ডরিন পাওয়ারের মোট ২৩ লাখ ৮০ হাজার ৮টি শেয়ার ৪ হাজার ১৮৯ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ২৭ কোটি ১৭ লাখ ৪৪ হাজার টাকা।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা অন্যান্যের মধ্যে মবিল যমুনা’র শেয়ারে লেনদেন হয়েছে ১৮ কোটি ২৪ লাখ ৮৪ হাজার টাকা, আর্গন ডেনিমসের ১৩ কোটি ৭২ লাখ ৭৯ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৯ কোটি ৬৩ লাখ ৪২ হাজার টাকা, ফরচুন সুজের ৯ কোটি ১১ লাখ ৩৩ হাজার টাকা, বাংলাদেশ থাইয়ের ৮ কোটি ৮ লাখ ২৬ হাজার টাকা, শাশা ডেনিমসের ৭ কোটি ২২ লাখ ৬৭ হাজার টাকা, তিতাস গ্যাসের ৬ কোটি ৪৩ লাখ ৭৭ হাজার টাকা, এ্যাপোলো ইস্পাতের ৬ কোটি ২৪ লাখ ২৫ হাজার টাকা, ন্যাশনাল টিউবসের ৫ কোটি ৫৯ লাখ ৭১ হাজার টাকা, ইভিন্স টেক্সটাইলের ৫ কোটি ৩৪ লাখ ৬৯ হাজার টাকা, আইটিসি’র ৫ কোটি ১৭ লাখ ৩৫ হাজার টাকা, ইস্টার্ন হাউজিংয়ের ৪ কোটি ৭৮ লাখ ১৪ হাজার টাকা, কেডিএস এক্সেসরিজের ৪ কোটি ৬৫ লাখ ২৭ হাজার টাকা, মিথুন নিটিংয়ের ৪ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার টাকা, জিএসপি ফাইন্যান্সের ৪ কোটি ৫৪ লাখ ২৭ হাজার টাকা, খুলনা পাওয়ারের ৪ কোটি ৪৯ লাখ ৪ হাজার টাকা, লাফার্জ সুরমার ৪ কোটি ৪৫ লাখ ৭৯ হাজার টাকা, লাফার্জ সুরমার ৪ কোটি ৪৫ লাখ ৭৯ হাজার টাকা এবং বিএসআরএম লিমিটেডের শেয়ারে লেনদেন হয়েছে ৪ কোটি ১২ লাখ ৩৮ হাজার টাকা।

আজ সিএসই’তে লেনদেনের শীর্ষে থাকা রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৪ লাখ ৪৭ হাজার শেয়ার হাতবদল হয়ে লেনদেনের শীর্ষে অবস্থান করে। যার বাজারমূল্য ২ কোটি ১ লাখ ১৫ হাজার টাকা।

সিএসই’তে লেনদেনের শীর্ষে থাকা অন্যান্যের মধ্যে স্কয়ার ফার্মার শেয়ারে লেনদেন হয়েছে ১ কোটি ৩ লাখ ৮৮ হাজার টাকা, ফরচুন সুজের ৯৫ লাখ ৭ হাজার টাকা, ডরিন পাওয়ারের ৮৫ লাখ ২০ হাজার টাকা, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৭৬ লাখ ১৫ হাজার টাকা, এ্যাপোলো ইস্পাতের ৬৫ লাখ ৫৭ হাজার টাকা, কেডিএস এক্সেসরিজের ৬১ লাখ ৮৭ হাজার টাকা, একমি ল্যাবের ৬১ লাখ ৪২ হাজার টাকা, বিডি থাইয়ের ৫৮ লাখ ৬৫ হাজার টাকা, লাফার্জ সুরমা সিমেন্টের ৫৮ লাখ ৩৩ হাজার টাকা, বিএসআরএম লিমিটেডের ৫৭ লাখ ৯ হাজার টাকা, মবিল যমুনা’র ৪৭ লাখ ৪৯ হাজার টাকা, মতিন স্পিনিংয়ের ৪৩ লাখ ৬৬ হাজার টাকা, বেক্সিমকো’র ৪৩ লাখ ৩৯ হাজার টাকা, আইটিসি’র ৪১ লাখ ৫২ হাজার টাকা, কেয়া কসমেটিক্সের ৩৯ লাখ ২৫ হাজার টাকা, বিকন ফার্মার ৩৮ লাখ ৮৪ হাজার টাকা, ইয়াকিন পলিমারের ৩৬ লাখ ৬৫ হাজার টাকা, পাওয়ারগ্রীডের ৩৫ লাখ ৫৮ হাজার টাকা এবং রহিমা ফুডের শেয়ারে লেনদেন হয়েছে ৩৪ লাখ ৭৮ হাজার টাকা।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.