আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৫ নভেম্বর ২০১৬, শনিবার |

kidarkar

যে কারণে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ডোরিন পাওয়ার

doreen power_ডোরিন পাওয়ার-ডরিন পাওয়ারশেয়ারবাজার ডেস্ক: গত সপ্তাহে (২৭ অক্টোবর সমাপ্ত) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি ডোরিন পাওয়ার জেনারেশন এন্ড সিস্টেমস লিমিটেড। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই অবস্থানে রয়েছে নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড।

চলতি বছরে তালিকাভুক্ত ডোরিন পাওয়ারের ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৩ নভেম্বর। কোম্পানিটি গত ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থ বছরের জন্য কোম্পানির উদ্যোক্তা ও পরিচালক ছাড়া সকল বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ এবং উদ্যোক্তা পরিচালক সহ সকল বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ সংক্রান্ত বোর্ড সভা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

তাই ভাল ডিভিডেন্ডের আশায় এ কোম্পানির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। আর এ কারণেই শেয়ারটি লেনদেন বাড়ছে বলে জানান বাজার সংশ্লিষ্টরা। ফলে শেয়ারটি ডিএসই’তে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে।

উল্লেখ্য, ডিএসই’তে গত সপ্তাহে লেনদেনের শীর্ষে থাকা ডোরিন পাওয়ারের মোট ৯৩ লাখ ৯০ হাজার ৪৩৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ১১২ কোটি ৪৯ লাখ ৮১ হাজার টাকা এবং পুরো বাজারে লেনদেনের ৫.১৫ শতাংশ। গত সপ্তাহের প্রথম কার্যদিবসে (৩০ অক্টোবর) ডিএসইতে ডোরিন পাওয়ারের শেয়ারদর ছিল ১২৩.৭০ টাকা এবং পরেরদিন (৩১ অক্টোবর) এর দর ১১.৮০ টাকা বা ৯.৫৪ শতাংশ কমে যায়। এরপর শেয়ারটির দর টানা দুই কার্যদিবসে ৮ টাকা বা ৭.১৫ শতাংশ বাড়ে। সপ্তাহের সর্বশেষ কার্যদিবসে (৩ নভেম্বর) কোম্পানির শেয়ারদর ০.৬০ টাকা বা ০.৫০ শতাংশ বাড়ে। সেই হিসেবে দেখা যায় শেয়ারটিরদর এ সপ্তাহে আবার বাড়তে শুরু করেছে।

এছাড়া লেনদেনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে এমজেএল বাংলাদেশের শেয়ারে লেনদেন হয়েছে ৫৭ কোটি ৭৫ লাখ ৮৮ হাজার টাকা, লাফার্জ সুরমার ৫৩ কোটি ৯ লাখ ৩৫ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ৪৫ কোটি ৬২ লাখ ৫৮ হাজার টাকা, ফরচুন সুজের ৪৪ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার টাকা, আর্গন ডেনিমসের ৪৩ কোটি ৩৯ লাখ ২৬ হাজার টাকা, বিবিএসের ৩৯ কোটি ৪৮ লাখ ২৮ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৩৮ কোটি ১৬ লাখ ৭৩ হাজার টাকা, শাশা ডেনিমসের ৩৮ কোটি ২ লাখ ৪৩ হাজার টাকা এবং মিথুন নিটিংয়ের শেয়ারে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৫১ লাখ ৮৭ হাজার টাকা।

অন্যদিকে, লংকা বাংলা ফাইন্যান্সের এক পরিচালক জেসমিন সুলতানা গত ২৬ অক্টোবর ২৮ লাখ ২৫ হাজার ২৩৮টি শেয়ার এবং এর কর্পোরেট উদ্যোক্তা শান্তা এপারেলস ৪৫ লাখ ১২ হাজার ৩৪১টি শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে। এর মধ্যে উভয়েই তাদের মোট ৭৩ লাখ ৩৭ হাজার ৫৭৯টি শেয়ার ৩১ অক্টোবরের মধ্যে বিক্রয় সম্পন্ন করার কথা বলেছিল। এই বিপুল পরিমান শেয়ার লেনদেন হওয়ার কারণেই সিএসই’তে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে লংকা বাংলা ফাইন্যান্স।

সিএসই’তে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে থাকা লংকা বাংলা ফাইন্যান্সের ৪০ লাখ ৪০ হাজার ৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ১০ কোটি ৪৩ লাখ ১৭ হাজার টাকা।

এছাড়া লেনদেনের শীর্ষে থাকা অন্যান্যের মধ্যে লাফার্জ সুরমা’র শেয়ারে লেনদেনে হয়েছে ৫ কোটি ৬৫ লাখ ৫ হাজার টাকা, বিএসআরএম লিমিটেডের ৫ কোটি ৪২ লাখ ২৭ হাজার টাকা, শাশা ডেনিমসের ৫ কোটি ১৯ লাখ ৭৫ হাজার টাকা, ফরচুন সুজের ৪ কোটি ৮৮ লাখ ৪ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৪ কোটি ২২ লাখ ৩২ হাজার টাকা, কেডিএস এক্সেসরিজের ৩ কোটি ৮৬ লাখ ৫০ হাজার টাকা, ডোরিন পাওয়ারের ৩ কোটি ৪৪ লাখ ৬৬ হাজার ‍টাকা, একমি ল্যাবের ৩ কোটি ২৪ লাখ ৫ হাজার টাকা এবং গ্লোবাল হ্যাভী কেমিক্যালের শেয়ারে লেনদেন হয়েছে ৩ কোটি ৬ লাখ ২৭ হাজার টাকা।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.