আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ নভেম্বর ২০১৬, সোমবার |

kidarkar

তিন পরিচালকেই কোরাম পূর্ণ করতে চায় ইফাদ

ifad autos copyশেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইফাদ  অটোস লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ডসভায় তিনজন  হলেই যেন কোরাম  পূর্ণ হয়ে যায় সেজন্য আইন  সংশোধন করতে চায়। যে কারনে কোম্পানির  অ্যাসোসিয়েশনের আর্টিক্যাল নং ১২৫ সংশোধন করতে বিশেষ সাধারন সভার (ইজিএম) তারিখ নির্ধারণ করেছে ইফাদ অটোস।

আজ  অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া  হয়েছে বলে  জানা গেছে।

জানা যায়, বর্তমান আইন  অনুযায়ী পরিচালক  পরিষদের ৫ জন পরিচালক  প্রকৃতপক্ষে উপস্থিত হইলে কোরাম হইবে। কোনো সময়ে কোরাম যদি না হয় তবে সেই সভা পরবর্তি সপ্তাহের একইদিনে ও সময়ে মূলতবী হইবে।

এই আইনের সংশোধন করে ৫ জন পরিচালকের স্থলে ৩ জন হলেই যেন কোরাম পূর্ণ হয় সে প্রস্তাব দেয়ার জন্য ইজিএম করবে ইফাদ  অটোস।

আগামী ২০ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় সামারাই কনভেনশন হল,পান্থপথ, ঢাকায়  অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট  ২৭ নভেম্বর হবে।

শেয়ারবাজারনিউজ/সা

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.