আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৮ নভেম্বর ২০১৬, মঙ্গলবার |

kidarkar

২৭টি শর্তে বিএনপিকে সভা করার সুযোগ দিয়েছে ডিএমপি

dmpশেয়ারবাজার ডেস্ক: ২৭টি শর্তে বিএনপিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের ভেতরে  ‘আলোচনা সভাকরার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি‍)। আজ মঙ্গলবার বেলা দুইটা থেকে এ সভাবেশ করতে বলা হয় বিএনপিকে।

যদিও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাফ জানিয়ে দিয়েছেন, তাঁরা ১৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চান, অন্য কোথাও করবেন না

জাতীয় বিপ্লব সংহতি দিবস’–এর অংশ হিসেবে প্রথমে পরে নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করেছিল বিএনপি। কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি দেওয়া হবে না। এরপর নভেম্বর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে ফের আবেদন করে বিএনপি।সড়কে সমাবেশ করা যাবে নামর্মে বিএনপিকে চিঠি দিয়ে জানিয়ে দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

এরপর নতুন করে ১৩ নভেম্বর রোববার সোহরাওয়ার্দী উদ্যানেজাতীয় বিপ্লব সংহতিদিবস উপলক্ষে সমাবেশ করার ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পরপরই ডিএমপি থেকে খবর আসে, ২৭ শর্তে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনেআলোচনা সভাকরার অনুমতি দেওয়া হয়েছে

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.