আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৯ নভেম্বর ২০১৬, বুধবার |

kidarkar

ভারতে অচল ৫০০ ও ১০০০ রুপির নোট

rupeeশেয়ারবাজার ডেস্ক: মঙ্গলবার মধ্যরাত থেকে ভারতে ৫০০ এবং ১ হাজার রুপির নোট আর চলবে না। অপ্রত্যাশিতভাবেই দেশটির প্রধানমন্ত্রী নোরেন্দ্র মোদি বিশেষ এক ঘোষণায় এমন নির্দেশনা দেন। ঘোষণায় মোদি বলেন, কালো টাকার হাত থেকে অর্থনীতিকে বাঁচানোর জন্য এই পদক্ষেপ জরুরি ছিলো।

৫০০ ও ২০০০ রুপির নতুন নোট বাজারে আসছে শিগগিরই। নতুন এই নোট দুটির সরবরাহ প্রথমে সীমিত থাকলেও পরে তা বাড়ানো হবে উল্লেখ করে তিনি বলেন, “আপনাদের অর্থ আপনাদেরই থাকবে। এ ব্যাপারে আপনাদের উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই।”

ভারতবাসীরা ১০ নভেম্বর থেকে শুরু করে ৫০ দিন অর্থাৎ ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় পাবে ব্যাংক এবং পোস্ট অফিসে গিয়ে তাদের কাছে থাকা এই দুই মূল্যমানের রুপির নোট বদলানোর। তবে আগামী ৭২ ঘন্টা সরকারি হাসপাতালগুলো ৫০০ ও ১০০০ রুপির পুরোনো নোট গ্রহণ করবে।

নরেন্দ্র মোদি সরকার গঠন করার পর থেকে এই পর্যন্ত প্রায় ১.২৫ লাখ কোটি রুপির অবৈধ অর্থের হদিস পাওয়া গেছে। এমন প্রেক্ষাপটে আকস্মিকভাবেই নরেন্দ্র মোদি আজ রাতে এমন ঘোষণা দেন।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.