আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ নভেম্বর ২০১৬, মঙ্গলবার |

kidarkar

সার্কিট ব্রেকার নেই ৪ কোম্পানির

circuit breaker_SharebazarNews_সার্কিট ব্রেকারশেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার লেনদেনে আজ কোনো সার্কিট ব্রেকার দেয়া হয়নি। ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা দেয়ার কারণে নিয়মানুযায়ী এসব কোম্পানির শেয়ার লেনদেনে আজ কোনো সার্কিট ব্রেকার নেই।

কোম্পানিগুলো হলো: ন্যাশনাল টি লিমিটেড, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান এবং ইস্টার্ন ক্যাবলস লিমিটেড।

ন্যাশনাল টি লিমিটেড:

পুঁজিবাজারে তালিকাভুক্তির খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি ন্যাশনাল টি লিমিটেড ১লা জানুয়ারি, ২০১৫ থেকে ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরে অর্থাৎ ১৮ মাসে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ এ কোম্পানির শেয়ার দর ৮.৭৮ শতাংশ বা ৪৭.৬০ টাকা বেড়ে ৫৯০ টাকায় লেনদেন হয়।

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড:

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ এ কোম্পানির শেয়ার দর ৩.৩১ শতাংশ বা ০.৬০ টাকা বেড়ে ১৮.৭০ টাকায় লেনদেন হয়।

এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান:

ইউনিটহোল্ডরদের ৩০ সেপ্টেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি পরিষদ। এ কোম্পানির কোন শেয়ার লেনদেন হয়নি। গত কালের সর্বশেষ ৬.৪০ টাকায় লেনদেন হয়।

ইস্টার্ন ক্যাবলস লিমিটেড:

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ইস্টার্ন ক্যাবলস লিমিটেড ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়া প্রকাশিত কোম্পানির প্রথম প্রান্তিকে এর ইপিএস কমেছে। সর্বশেষ এ কোম্পানির শেয়ার দর ২.৫৪ শতাংশ বা ৩.৭০ টাকা কমে ১৪২ টাকায় লেনদেন হয়।

শেয়ারবাজারনিউজ/সো

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.