আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

৩০ মার্চ ২০১৫, সোমবার |

kidarkar

সিটি নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

kaderশেয়ারবাজার রিপোর্ট: ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সরকার কোন ধরণের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার চট্টগ্রাম সার্কিট হাউসে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় এ কথা জানান তিনি। এ মতবিনিময় সভার আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন।

ওবায়দুল কাদের বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে অনুষ্ঠানে সরকার কোন ধরণের হস্তক্ষেপ করবে না। সিটি করপোরেশন নির্বাচনে জনগণ যাকে খুশি তাকে ভোট  দেবেন। জনগণের ভোটেই প্রতিনিধি নির্বাচিত হবেন। এ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সরকার সহযোগিতা করবে।’

তিনি বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকার কতোটা আন্তরিক অতীতেও তার প্রমাণ আমরা দিয়েছি। আমাদের অধীনে অনুষ্ঠিত ৯টি সিটি করপোরেশন নির্বাচনে ৭টিতেই বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন। আমরা কোন ধরণের হস্তক্ষেপ করিনি এবং ফলাফল মেনে নিয়েছি।’

বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের অংশ নিয়ে আন্দোলনও চালিয়ে যাওয়ার কথা বলছে বিএনপি। এটাতো দ্বিচারিতা। তাদের আন্দোলন মানে নাশকতা।’

শেয়ারবাজার/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.