আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ নভেম্বর ২০১৬, বৃহস্পতিবার |

kidarkar

ওটিসি থেকে বের করতে ১০ কোম্পানিকে আইসিবির টার্গেট

OTC_SharebazarNews_ওটিসিশেয়ারবাজার রিপোর্ট: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ওভার দ্যা কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে ফিরিয়ে মূল মার্কেটে আনতে টার্গেটে রয়েছে ১০টি কোম্পানি। দেশের রাষ্ট্রায়ত্ব বিনিয়োগ সংস্থা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ১০টি কোম্পানিকে ওটিসি থেকে বের করে আনতে টার্গেটে রেখেছে।

এ বিষয়ে জানতে চাইলে আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক ইফতিখার উজ জামান শেয়ারবাজার নিউজকে বলেন, আপনারা জানেন এর আগে আমরা ওয়াটা কেমিক্যালকে ওটিসি থেকে মূল মার্কেটে ফিরিয়ে আনতে পেরেছি। এখন আমাদের টার্গেটে ১০টি কোম্পানি রয়েছে।

তিনি বলেন, প্রথমে আমরা সম্ভাবনাময় কোম্পানিগুলোকে বেছে নিচ্ছি, তারপর এসব কোম্পানির ভিত্তিকে মজবুদ করার চেষ্টা করছি। আফটার দেন আমরা তাদের মূল মার্কেটে ফিরে আসতে পরামর্শ দিব। টার্গেটে থাকা কোম্পানিগুলোর নাম জানতে চাইলে তিনি বলেন এটা বলা যাবে না, কারণ এটা মূল্য সংবেদনশীল তথ্য।

তবে ধারণা করা হচ্ছে ওটিসিতে থাকা সর্বোচ্চ বিনিয়োগকৃত ১০টি কোম্পানিই হবে টার্গেট করা কোম্পানি। এর মধ্যে ওটিসিতে আছে এবং আইসিবি’র সর্বোচ্চ বিনিয়োগকরা ১০টি কোম্পানি হল: বিডি ডাইং, এ্যাপেক্সউইভিং, বিডি লাগেজ, বেঙ্গল ফাইন, বাংলাদেশ জিপার, আশরাফ টেক্সটাইল, এক্সেলসর সুজ, মিতা টেক্সটাইল, বিডি ইলেক্ট্রিক মেট্রো এবং ওয়ান্ডারল্যান্ড টয়েস। উল্লেখ্য, এ ১০টি কোম্পানিতে আইসিবি’র বিনিয়োগের পরিমান ৩০ লাখ টাকার ওপরে।

এসব কোম্পানির মধ্যে, আইসিবি বিডি ডাইংয়ের মোট ২ লাখ ১০ হাজার ৮৪৮টি শেয়ার ২২৭.৯১ টাকা দরে ক্রয় করেছে। যার মোট ক্রয় মূল্য দাড়ায় ৪ কোটি ৮০ লাখ ৫৪ হাজার ৩৭৪ টাকা। এখন

এ্যাপেক্স উইভিংয়ের মোট ৩০ লাখ ৯৯ হাজার ৭৪০টি শেয়ার ১০.০৯ টাকা দরে ক্রয় করেছে। যার মোট ক্রয় মূল্য দাড়ায় ৩ কোটি ১২ লাখ ৬৭ হাজার ৫৬৫ টাকা।

বিডি লাগেজের মোট ১ লাখ ৮ হাজার ৭০৩টি শেয়ার ১১৭.৩৬ টাকা দরে ক্রয় করেছে। যার মোট ক্রয় মূল্য দাড়ায় ১ কোটি ২৭ লাখ ৫৭ হাজার ৮২৪ টাকা।

বেঙ্গল ফাইন সিরামিকের মোট ৬২ হাজার ২২টি শেয়ার ১৫০ টাকা দরে ক্রয় করেছে। যার মোট ক্রয় মূল্য দাড়ায় ৯৩ লাখ ৩ হাজার ৩১৬ টাকা।

বাংলাদেশ জিপারের মোট ৬ ২হাজার ৯ শত শেয়ার ১৩৯.৬০ টাকা দরে ক্রয় করেছে। যার মোট ক্রয় মূল্য দাড়ায় ৮৭ লাখ ৮০ হাজার ৮৫৫ টাকা।

আশরাফ টেক্সটাইলের মোট ৫ লাখ ১৭ হাজার ৫৮৮টি শেয়ার ১০.৮৭ টাকা দরে ক্রয় করেছে। যার মোট ক্রয় মূল্য দাড়ায় ৬২ লাখ ১২ হাজার ৪৪০ টাকা।

এক্সেসর সুজের মোট ৫৩ হাজার ৯৬৫টি শেয়ার ৯৪.৭২ টাকা দরে ক্রয় করেছে। যার মোট ক্রয় মূল্য দাড়ায় ৫১ লাখ ১১ হাজার ৪৪০ টাকা।

মিতা টেক্সটাইলে মোট ৬১ হাজার ৯ শত শেয়ার ৭৪.২৭ টাকা দরে ক্রয় করেছে। যার মোট ক্রয় মূল্য দাড়ায় ৪৫ লাখ ৯৭ হাজার ৩৯৬ টাকা।

বিডি ইলেক্ট্রিক মেট্রো’র মোট ৪১ হাজার ৭৩৩টি শেয়ার ১০০ টাকা দরে ক্রয় করেছে। যার মোট ক্রয় মূল্য দাড়ায় ৪১ লাখ ৭৩ হাজার টাকা।

এবং ওয়ান্ডারল্যান্ড টয়েসের মোট ১ লাখ ৯৮ হাজার ৭৩০টি শেয়ার ১৫.৭১ টাকা দরে ক্রয় করেছে। যার মোট ক্রয় মূল্য দাড়ায় ৩১ লাখ ২২ হাজার ৪৯৫ টাকা।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.