আজ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ইং, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৯ নভেম্বর ২০১৬, মঙ্গলবার |

kidarkar

বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে মালয়েশিয়ায় সামিট

dcciশেয়ারবাজার ডেস্ক: মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন ও বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) যৌথভাবে সামিটের আয়োজন করছে। বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে মালয়েশিয়ায় ট্রেড ও ইনভেস্টমেন্ট সামিট আগামী ৫ ডিসেম্বর শুরু হবে। সামিটে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হবে। জানা যায়, প্রতি বছর মালয়েশিয়া ২শ’ বিলিয়ন ডলারের পণ্য বিশ্বের বিভিন্ন দেশের রফতানি করে। আমদানি করে ১১৭ বিলিয়ন ডলারের পণ্য। এর মধ্যে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় রফতানি হয় ১৪০ মিলিয়ন ডলারের পণ্য। অপরদিকে মালয়েশিয়া থেকে আমদানি হয় ১ বিলিয়ন ডলারের পণ্য। মালয়েশিয়া বাংলাদেশকে ৩৪০টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিলেও এর কোনোটিই বাংলাদেশে উৎপাদন হয় না। এ অবস্থায় বাণিজ্য ভারসাম্য রক্ষার জন্য সরাসরি মালয়েশীয় বিনিয়োগ প্রয়োজন। ইতিমধ্যেই পাওয়ারটেক ও রবির মতো কয়েকটি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করেছে। তবে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ যথাযথভাবে বিনিয়োগকারীদের কাছে তুলে ধরতে ব্যর্থ হওয়ায় কাক্সিক্ষত বিনিয়োগ আসছে না। বিএমসিসিআই সভাপতি আলমগীর জলিল বলেন, প্রথমবারের মতো মালয়েশিয়ায় বাণিজ্য ও বিনিয়োগ সামিটের আয়োজন করা হচ্ছে। এ সামিটের মূল লক্ষ্য হচ্ছে বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করা। বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ রয়েছে তা বিনিয়োগ আকৃষ্ট করতে পারে। বিভিন্ন অর্থনৈতিক সূচকে বাংলাদেশের অবস্থান ইতিবাচক। প্রচারণার অভাবে বিদেশী বিনিয়োগকারীদের সঠিক বার্তা পৌঁছাচ্ছে না। তিনি জানান, সামিটে অংশ নিতে বাংলাদেশ থেকে ৭০ সদস্যের একটি প্রতিনিধি দল মালয়েশিয়ায় যাবে এবং মালয়েশিয়ার উচ্চপদস্থ আমলাসহ ২০০ জন ব্যবসায়ী প্রতিনিধি দল অংশ নেবে। সংগঠনের সাবেক সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যৌথ উদ্যোগে সামিটের আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতির বার্তা মালয়েশীয় ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিতে চাই। বিনিয়োগ পরিবেশ না থাকলে সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাংক, চীন ও জাপানসহ অন্যান্য দেশ ৬০ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি দিত না। আগামী ৩ বছরের এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে দেশের চেহারা পাল্টে যাবে।

শেয়ারবাজারনিউজ/ম.সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.