আজ: বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ইং, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

৩০ নভেম্বর ২০১৬, বুধবার |

kidarkar

মুশফিকের বিষয়ে যা বললেন আসিফ

asifশেয়ারবাজার ডেস্ক: সম্প্রতি বরিশাল বুলসের টানা ব্যর্থতায় আক্ষেপ করে এ টিম সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন দলটির শুভেচ্ছা দূত কন্ঠশিল্পী আসিফ আকবর। তার মন্তেব্যের পর পাল্টা ক্ষীপ্ত মন্তব্য করে বসেন বরিশাল বুলসের ক্যাপ্টেন মুশফিকুর রহিম। দেশজুড়ে বিষয়টি নিয়ে তোলপাড় হওয়ার পর অবশেষে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আসিফ আকবর।

তিনি তার ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে বলেছেন, আমার মরহুমা আম্মা আমাকে পাগলা ডাকতেন। আব্বা মারা যাওয়ার সাথে সাথেই উনার মুখ থেকে অস্ফুট স্বরে একটা শব্দ বেরিয়ে ছিলো – আমার পাগলটা চলে গেলো । আমার পাগলা ফ্যান গ্রুপ, পরিবার, বন্ধু বান্ধব সহ যারা আমাকে চেনেন, তাদের দৃষ্টিতে আমি পাগলই । এ শব্দটাকে আমি ভালবাসি, কারন আমাকে যারা ভালবাসেন তারাই আমাকে পাগল বলেন। বাংলাদেশের টেষ্ট দলের গর্বিত অধিনায়ক গতকাল আমাকে এই নামেই ডেকেছে, এতে আমি একদম রাগ করিনি, কষ্টও পাইনি বরং খুশী ।

মুশফিকুর রহীম– আমাদের প্রিয় মুশি দেশের ক্রিকেটের অপরিহার্য অংশীদার । ক্রিকেট পাগল বাংলাদেশ সব সময় মিঃ ডিপেন্ডেবলের ব্যাটের দিকে তাকিয়ে থাকে । কারো উপর ভরসা থাকলেই কেবল মাত্র এধরনের প্রত্যাশা করা যায়, মুশি ঠিক তাই । বাংলাদেশের ক্রিকেট মুশির কাছ থেকে আরো অনেক কিছু পাবে ইনশাল্লাহ। আমি কোনভাবে তাকে বিরক্ত করে দেশীয় ক্রিকেটের ক্ষতি করতে চাইনি । ক্রিকেটের প্রতি মুশির ডেডিকেশন নিয়ে প্রশ্ন তোলা হবে সম্পূর্ন ভাবে অর্বাচীনের কাজ। আমার পোষ্টে যা লিখেছি তা ছিলো আমার ব্যক্তিগত মতামত, পর্যবেক্ষন ।

আমার বাবা-মা মারা গেছেন আরো আগে । মুশির বাবা একজন ক্রিকেট লাভার পরহেজগার মানুষ, সে নিজেও একজন ধার্মিক মানুষ। কিছু কথার কারনে তৃতীয় কেউ আমাদের বাবা-মাকে গালি দিচ্ছে, এটা খুব পীড়াদায়ক, তবে আমার ফ্যানরা ভদ্রভাবেই ব্যাপারটা ডিল করেছে। মুশির প্রতি আমার কোন রাগ নেই, আমি তাকে অনেক ভালবাসি। দুয়েকদিনের মধ্যে আমি মুশির সাথে সেলফি তুলবো ইনশাল্লাহ । যদি বেশি ভুল করে থাকি প্রয়োজনে সরাসরি সরি বলবো। সবাইকে বলতে চাই – এই বিষয়টা নিয়ে অনুগ্রহ করে ঠান্ডা থাকুন । মুশফিক আমাদের জাতীয় সম্পদ, সাধারন নাগরিক হিসেবে তাকে আমরা সবাই ভালবাসি। জয় হোক ক্যাপ্টেনের , জয় হোক ক্রিকেটের ………… ভালবাসা অবিরাম ………

শেয়ারবাজারনিউজ/ম.সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.