আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০১ ডিসেম্বর ২০১৬, বৃহস্পতিবার |

kidarkar

বিশাল ব্যবধানে এগিয়ে হিলারি, তবে কি ক্ষমতা ছাড়ছেন ট্রাম্প?

images-1শেয়ারবাজার ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন পরাজিত প্রার্থী হিলারি ক্লিনটন পপুলার ভোটে (জনগণের সরাসরি ভোট) আরো এগিয়ে গেছেন। সর্বশেষ জানা গেছে, জয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে তিনি ২৩ লাখ ৬০ হাজার পপুলার ভোট বেশি পেয়েছেন। বিশ্লেষকরা ধারণা করছেন, এ ভোট-ব্যবধান ২৫ লাখে গিয়ে দাঁড়াবে।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ইলেক্টোরাল কলেজে হেরে গেছেন। তিনি পেয়েছেন ২৩২টি ইলেক্টোরাল ভোট। আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৩০৬টি। নিয়ম অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পকেই জয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।

ধারণা করা হচ্ছে, ট্রাম্পের ভোট-ব্যবধানে হিলারির পপুলার ভোট ২৫ লাখ ছাড়িয়ে যাবে।

হিলারির পক্ষে এ পর্যন্ত মোট পপুলার ভোট ছয় কোটি ৪৯ লাখ পড়েছে। তিনি যদি ছয় কোটি ৫০ লাখে পৌঁছে যান, তাহলে সেটা হবে ২০১২ সালে জয় পাওয়া বারাক ওবামা ও ২০০৪ সালে জয়ী জর্জ ডব্লিউ বুশের চেয়ে বেশি।

পপুলার ভোটে এগিয়ে থাকার ফলে দেশটির ইলেক্টোরাল কলেজ ব্যবস্থা নিয়ে প্রশ্ন বাড়ছে সাধারণ মানুষের। এই ব্যবস্থা দেশটির স্থপতিরা আঠার শতকে শুরু করেছিলেন।

স্থানীয় সময় গত ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ভোটগ্রহণ হয়। পরে ফলাফলে রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প জয় পান।

শেয়ারবাজারনিউজ/মা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.