আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ ডিসেম্বর ২০১৬, শুক্রবার |

kidarkar

সাত কোম্পানির সাড়ে ৭১ কোটি টাকার মূলধন বৃদ্ধি

dse-cseশেয়ারবাজার রিপোর্ট: বোনাস শেয়ার ইস্যু করে সপ্তাহজুড়ে পরিশোধিত মূলধন বৃদ্ধি করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি। এগুলো হলো: কোহিনূর কেমিক্যালস, সি অ্যান্ড এ টেক্সটাইল এবং উসমানিয়া গ্লাস, তুংহাই নিটিং, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, আরএসআরএম স্টিল এবং অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড। শেয়ার সংখ্যা বাড়িয়ে এ চার কোম্পানি ৭১ কোটি ৬৮ লাখ ৭২ হাজার ২২৮ টাকা মূলধন বৃদ্ধি করেছে। শেয়ার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গত সপ্তাহে এসব কোম্পানির শেয়ারে থিউরিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোহিনূর কেমিক্যালস:

৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ায় কোম্পানির ২০ লাখ ৩১ হাজার ২৫০টি শেয়ার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এ কোম্পানির ১ কোটি ১ লাখ ৫৬ হাজার ২৫০টি শেয়ার রয়েছে। স্টক ডিভিডেন্ড দেয়ার কারণে কোম্পানির মোট শেয়ার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২১ লাখ ৮৭ হাজার ৫০০টিতে।

কোহিনূর কেমিক্যালসের বর্তমান পরিশোধিত মূলধন ২০ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা। বোনাস শেয়ার ইস্যু করার পর কোম্পানির পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে ২৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা। অর্থাৎ এ কোম্পানির পরিশোধিত মূলধন বৃদ্ধি পেয়েছে ৪ কোটি ৬ লাখ ২৫ হাজার টাকা। থিউরিটিক্যাল অ্যাডজাস্টমেন্টের পর সিএসইতে এ কোম্পানির শেয়ার দর দাঁড়িছিলো ৪০০.০০ টাকা।

সি অ্যান্ড এ টেক্সটাইল:

বস্ত্র খাতের এ কোম্পানি ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ায় কোম্পানির ২ কোটি ১৭ লাখ ৫৬ হাজার শেয়ার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এ কোম্পানির ২১ কোটি ৭৫ লাখ ৬০ হাজার শেয়ার রয়েছে। স্টক ডিভিডেন্ড দেয়ার কারণে কোম্পানির মোট শেয়ার সংখ্যা দাঁড়িয়েছে ২৩ কোটি ৯৩ লাখ ১৬ হাজার।

সিএনএ টেক্সটাইলের বর্তমান পরিশোধিত মূলধন ২১৭ কোটি ৫৬ লাখ টাকা। বোনাস শেয়ার ইস্যু করার পর কোম্পানির পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে ২৩৯ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকা। অর্থাৎ এ কোম্পানির পরিশোধিত মূলধন বৃদ্ধি পেয়েছে ২১ কোটি ৭৫ লাখ ৬০ হাজার টাকা। থিউরিটিক্যাল অ্যাডজাস্টমেন্টের পর সিএসইতে এ কোম্পানির শেয়ার দর দাঁড়িছিলো ৭.৮০ টাকা।

উসমানিয়া গ্লাস:

বিবিধ খাতের এ কোম্পানি ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ায় কোম্পানির ১৩ লাখ ৮ হাজার ১০৬টি শেয়ার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এ কোম্পানির ১ কোটি ৩০ লাখ ৮১ হাজার ৬৮টি শেয়ার রয়েছে। স্টক ডিভিডেন্ড দেয়ার কারণে কোম্পানির মোট শেয়ার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪৩ লাখ ৮৯ হাজার ১৭৪টি।

কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধন ১৩ কোটি ৮ লাখ ১০ হাজার ৬৮০ টাকা। বোনাস শেয়ার ইস্যু করার পর কোম্পানির পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে ১৪ কোটি ৩৮ লাখ ৯১ হাজার ৭৪০ টাকা। অর্থাৎ এ কোম্পানির পরিশোধিত মূলধন বৃদ্ধি পেয়েছে ১ কোটি ৩০ লাখ ৮১ হাজার ৬৮ টাকা। থিউরিটিক্যাল অ্যাডজাস্টমেন্টের পর সিএসইতে এ কোম্পানির শেয়ার দর দাঁড়িছিলো ৮৩.১০ টাকা।

তুংহাই নিটিং:

বস্ত্র খাতের এ কোম্পানি ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ায় কোম্পানির ৯৬ লাখ ৯৫ হাজার ৭৩০টি শেয়ার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এ কোম্পানির ৯ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার ৩০০টি শেয়ার রয়েছে। স্টক ডিভিডেন্ড দেয়ার কারণে কোম্পানির মোট শেয়ার সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার ৩০টি।

তুংহাই নিটিংয়ের বর্তমান পরিশোধিত মূলধন ৯৬ কোটি ৯৫ লাখ ৭৩ হাজার টাকা। বোনাস শেয়ার ইস্যু করার পর কোম্পানির পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে ১০৬ কোটি ৬৫ লাখ ৩০ হাজার ৩০০ টাকা। অর্থাৎ এ কোম্পানির পরিশোধিত মূলধন বৃদ্ধি পেয়েছে ৯ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার ৩০০ টাকা। থিউরিটিক্যাল অ্যাডজাস্টমেন্টের পর সিএসইতে এ কোম্পানির শেয়ার দর দাঁড়িছিলো ১০.১০ টাকা।

গোল্ডেন হার্ভেস্ট:

খাদ্য ও আনুষাঙ্গিক খাতের এ কোম্পানি ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ায় কোম্পানির ৯০ লাখ ৯ হাজার শেয়ার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এ কোম্পানির ৯ কোটি ৯০ হাজার শেয়ার রয়েছে। স্টক ডিভিডেন্ড দেয়ার কারণে কোম্পানির মোট শেয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটি ৯০ লাখ ৯৯ হাজারে।

গোল্ডেন হার্ভেস্টের বর্তমান পরিশোধিত মূলধন ৯০ কোটি ৯ লাখ টাকা। বোনাস শেয়ার ইস্যু করার পর কোম্পানির পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে ৯৯ কোটি ৯ লাখ ৯০ হাজার টাকা। অর্থাৎ এ কোম্পানির পরিশোধিত মূলধন বৃদ্ধি পেয়েছে ৯ কোটি ৯০ হাজার টাকা। থিউরিটিক্যাল অ্যাডজাস্টমেন্টের পর সিএসইতে এ কোম্পানির শেয়ার দর দাঁড়িছিলো ৩৪.৯০ টাকা।

আরএসআরএম স্টিল:

প্রকৌশল খাতের এ কোম্পানি ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ায় কোম্পানির ৭৮ লাখ ৬২ হাজার ৪০০টি শেয়ার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এ কোম্পানির ৭ কোটি ৮৬ লাখ ২৪ হাজার টি শেয়ার রয়েছে। স্টক ডিভিডেন্ড দেয়ার কারণে কোম্পানির মোট শেয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার ৪০০টি।

আরএসআরএম স্টিলের বর্তমান পরিশোধিত মূলধন ৭৮ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকা। বোনাস শেয়ার ইস্যু করার পর কোম্পানির পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে ৮৬ কোটি ৪৮ লাখ ৬৪ হাজার টাকা। অর্থাৎ এ কোম্পানির পরিশোধিত মূলধন বৃদ্ধি পেয়েছে ৭ কোটি ৮৬ লাখ ২৪ হাজার টাকা। থিউরিটিক্যাল অ্যাডজাস্টমেন্টের পর সিএসইতে এ কোম্পানির শেয়ার দর দাঁড়িছিলো ৪২.৩০ টাকা।

অলিম্পিক এক্সেসরিজ:

প্রকৌশল খাতের এ কোম্পানি ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ায় কোম্পানির ১ কোটি ৫০ লাখ ১১ হাজার ১৪৪টি শেয়ার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এ কোম্পানির ১২ কোটি ৫০ লাখ ৯৩ হাজার ৭০০টি শেয়ার রয়েছে। স্টক ডিভিডেন্ড দেয়ার কারণে কোম্পানির মোট শেয়ার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ কোটি ১ লাখ ৪ হাজার ৯৪৪টি।

অলিম্পিক এক্সেসরিজের বর্তমান পরিশোধিত মূলধন ১৫০ কোটি ১১ লাখ ২৪ হাজার ৪০০ টাকা। বোনাস শেয়ার ইস্যু করার পর কোম্পানির পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে ১৬৮ কোটি ১২ লাখ ৫৯ হাজার ৩২৮ টাকা। অর্থাৎ এ কোম্পানির পরিশোধিত মূলধন বৃদ্ধি পেয়েছে ১৮ কোটি ১ লাখ ৩৪ হাজার ৯২৮ টাকা। থিউরিটিক্যাল অ্যাডজাস্টমেন্টের পর সিএসইতে এ কোম্পানির শেয়ার দর দাঁড়িছিলো ১৯.৫০ টাকা।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.