আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৩ ডিসেম্বর ২০১৬, শনিবার |

kidarkar

বিটা ফ্যাক্টরের ৭ কোম্পানির পালে হাওয়া

dseশেয়ারবাজার রিপোর্ট: ইতিবাচক ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। এর ফলে দেশের বাজার বিনিয়োগ উপযোগী হয়ে উঠেছে। যার কারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশিরাও বিনিয়োগে সক্রিয় হচ্ছেন। এর ফলশ্রুতিতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা সংকট কাটার পাশাপাশি স্বস্তি ফিরতে শুরু করেছে।  এরই ধারাবাহিকতায় বাড়তে শুরু করেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। যার ফলে দীর্ঘদিন ফেস ভ্যালুর নিচে থাকা (বিটা ফ্যাক্টর) ৭ কোম্পানির শেয়ারের পালে হাওয়া লেগেছে। এর ফলে কোম্পানিগুলোর শেয়ারের দর হু হু করে বাড়ছে। আর এ উত্থানে বিনিয়োগকারীরা ফেলছেন স্বস্তির নিঃশ্বাস।

বাজার বিশ্লেষকরা বলছেন, দেশের পুঁজিবাজার মহাধসের পর নানা সংকট থেকে বেরিয়ে ছন্দে ফিরে আসছে। গত কয়েক মাসের বাজারচিত্র এমন ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন। বর্তমানে বাজার একটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে। কেননা দু-একদিন বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেয়ার ঝোঁক থাকালেও পরে ঠিকই ঘুরে দাঁড়ায় বাজার। যা বিনিয়োগকারীদের মনোবল বৃদ্ধিতে সহায়তা করছে।

পুঁজিবাজার বিশ্লেষণে জানা যায়, গত ১০ নভেম্বর ফেসভ্যালুর নিয়ে অবস্থান করে ৩৩ কোম্পানি। আর গত ১ ডিসেম্বর এক মাসের ব্যবধানে নিজেদের অবস্থান পরিবর্তন করেছে ৭ কোম্পানি। নানা আস্থাহীনতায় ফেসভ্যালুর নিচে থাকলেও বর্তমান বাজার পরিস্থির সাথে তাল মিলিয়ে সংকট কাটাতে স্বক্ষম হয়েছে। যার ফলে বিনিয়োগকারীরা এসব কোম্পানি শেয়ারে বিনিয়োগে পুনরায় আস্থা ফিরে পাচ্ছে।

ফেসভ্যালুর নিচে থাকে উঠে আসা কোম্পানিগুলো হলো: ড্রাগন সোয়েটার, বিডি ফাইন্যান্স, ফারইর্স্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, স্ট্যান্ডার্ড ব্যাংক, সূহৃদ ইন্ডাস্ট্রিজ এবং কেয়া কসমেটিকস লিমিটেড।

ড্রাগন সোয়েটার:

বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটারের শেয়ার দর গত মাসের (১০ নভেম্বরে-১ ডিসেম্বর) ৫৩.১৩ শতাংশ বা ৫.১০ টাকা বেড়েছে। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ১ ডিসেম্বর, সর্বশেষ ১৪.৭০ টাকায় লেনদেন হয়।

 বিডি ফাইন্যান্স:

আর্থিক খাতের কোম্পানি বিডি ফাইন্যান্সের শেয়ার দর গত মাসের (১০ নভেম্বরে-১ ডিসেম্বর) ১৫.৬৩ শতাংশ বা ১.৫০ টাকা বেড়েছে। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ১ ডিসেম্বর, সর্বশেষ ১১.১০ টাকায় লেনদেন হয়।

ফারইস্ট ফাইন্যান্স:

আর্থিক খাতের কোম্পানি ফারইর্স্ট ফাইন্যান্সের শেয়ার দর গত মাসের (১০ নভেম্বরে-১ ডিসেম্বর) ১২.৬৩ শতাংশ বা ১.২০ টাকা বেড়েছে। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ১ ডিসেম্বর, সর্বশেষ ১০.৭০ টাকায় লেনদেন হয়।

ইন্টারন্যাশনাল লিজিং:

আর্থিক খাতের কোম্পানি ইন্টার ন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর গত মাসের (১০ নভেম্বরে-১ ডিসেম্বর) ১৩.৫৪ শতাংশ বা ১.৩০ টাকা বেড়েছে। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ১ ডিসেম্বর, সর্বশেষ ১১.০০ টাকায় লেনদেন হয়।

স্ট্যান্ডার্ড ব্যাংক:

ব্যাংক খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার দর গত মাসের (১০ নভেম্বরে-১ ডিসেম্বর) ১২.১২ শতাংশ বা ১.২০ টাকা বেড়েছে। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ১ ডিসেম্বর, সর্বশেষ ১০.৯০ টাকায় লেনদেন হয়।

সুহৃদ ইন্ডাস্ট্রিজ:

প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর গত মাসের (১০ নভেম্বরে-১ ডিসেম্বর) ৩৮.৫৫ শতাংশ বা ৩.২০ টাকা বেড়েছে। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ১ ডিসেম্বর, সর্বশেষ ১১.৩০ টাকায় লেনদেন হয়।

কেয়া কসমেটিকস:

ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি  কেয়া কসমেটিক্সের শেয়ার দর গত মাসের (১০ নভেম্বরে-১ ডিসেম্বর) ৮.২৫ শতাংশ বা ০.৮০ টাকা বেড়েছে। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ১ ডিসেম্বর, সর্বশেষ ১০.৬০ টাকায় লেনদেন হয়।

অন্যদিকে, ক্রমাগত সূচক বৃদ্ধির ফলে ফেসভ্যালুর নিচে থাকা অন্যান্য কোম্পানিগুলোর শেয়ারের দর বাড়ছে। ফলে লোকসানে থাকা বিনিয়োগকারীদের লোকসান কমছে। পাশাপাশি মুখ ফিরিয়ে নেয়া এসকল কোম্পানিতে বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছে।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.