আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৪ ডিসেম্বর ২০১৬, বুধবার |

kidarkar

ইতিবাচক প্রবণতায় চলছে লেনদেন

bazarশেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশেরপ্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। আজ বুধবার সূচক শুরু থেকে ক্রয় চাপে উধ্বমূখী থাকে। লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশীরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আলোচিত সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩০ কোটি টাকা।

বিশ্লেষণে দেখা গেছে, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৬ পয়েন্টে বেড়ে অবস্থান করছে ৪৯০৬ পয়েন্টে। আর ডিএসইর শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৬৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৯৪ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩১১টিকোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৮টি, দর কমেছে ৭৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪৩০ কোটি ৪০ লাখ ৫৬ হাজার টাকা।

এর আগের কার্যদিবস অর্থাৎ সোমবার দুপুর ১২টায় ৩ পয়েন্টে বেড়ে অবস্থান করে ৪৮৬৪ পয়েন্টে। আরডিএসইর শরিয়াহ সূচক ০.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৫৫ এবং ডিএসই–৩০ সূচক ০.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৭৮৩ পয়েন্টে। এ সময় টাকার  অংকে লেনদেন হয়েছে ২৫৫ কোটি ৭০ লাখ ৮১ হাজার টাকা।

এদিকে, দুপুর ১২ টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৯১৩৯ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৮৮টি কোম্পানি ও মিউচ্যয়াল ফান্ডের মধ্যে দরবেড়েছে ১১৩টির, দর কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের দর।যা টাকার অংকে ২১ কোটি ৭৩ লাখ ৩৬ হাজার টাকা।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.