আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ ডিসেম্বর ২০১৬, বুধবার |

kidarkar

৪৮ সিকিউরিটিজ হাউজে আইপিও আবেদন হচ্ছে না

dse-cseশেয়ারবাজার রিপোর্ট: ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মোট ৪৮টি সিকিউরিটিজ হাউজের মাধ্যমে আইপিও আবেদন (পাইলট প্রজেক্ট) করা যাচ্ছে না। পাইলট প্রজেক্টের আওতায় আসা ডিএসই’র পক্ষ থেকে ২৩৩টি এবং সিএসইর পক্ষ থেকে ১১৪টি সিকিউরিটিজ হাউজের তালিকা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) জমা দেয়া হয়েছে। কিন্তু উভয় স্টক এক্সচেঞ্জের ৪৮টি সিকিউরিটিজ হাউজ রয়েছে যেগুলো এখনো পাইলট প্রজেক্টের আওতায় আসেনি। এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ১৬টি (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ৩২টি সিকিউরিটিজ হাউজ রয়েছে।

তথ্যানুসন্ধানে জানা যায়, ৪৮ সিকিউরিটিজ হাউজের বেশিরভাগে কার্যক্রম নেই। ডিএসইর একাধিক সিকিউরিটিজ হাউজের লাইসেন্স নেয়া রয়েছে যেগুলোর রিপ্রেজেন্টেটিভ মারা গেছেন। অন্যদিকে ডিএসই ও সিএসই’র বেশিরভাগ সিকিউরিটিজ হাউজের কার্যক্রম এখনো শুরু করা হয়নি। অর্থাৎ লাইসেন্স,রিপ্রেন্টেটিভ সব থাকলেও নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে এগুলোর কার্যক্রম। যে কারণে এসব হাউজে এখনো পাইলট প্রজেক্ট শুরু করা যাচ্ছে না।

বিএসইসি থেকে প্রাপ্ত তথ্য মতে, পাইলট প্রজেক্টের আওতায় না থাকা ডিএসইর ১৬ সিকিউরিটিজ হাউজ হলো: ৪০ নং ট্রেকহোল্ডার ইষ্টার্ন ক্যাপিটাল লিমিটেড, ৮২ নং ট্রেকহোল্ডার এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, ৮৩ নং ট্রেকহোল্ডার শামিম সিকিউরিটিজ লিমিটেড, ৮৪ নং ট্রেকহোল্ডার আসিফ আহম্মেদ অ্যান্ড কো., ৯২ নং ট্রেকহোল্ডার হিসেবে জামিলুর রহমান (মৃত:) এর নামে লাইসেন্স নেয়া হলেও কার্যক্রম নেই,  ৯৬ নং ট্রেকহোল্ডার হিসেবে মোহাম্মদ হোসেইন এর নামে লাইসেন্স নেয়া হলেও কোনো কার্যক্রম নেই, ১০৩ নং ট্রেকহোল্ডার হিসেবে আহসানুর রহমান এর নামে লাইসেন্স নেয়া হলেও কোনো কার্যক্রম নেই, ১৪১ নং ট্রেকহোল্ডার ডন সিকিউরিটিজ লিমিটেড, ১৪৪ নং ট্রেকহোল্ডার হিসেবে শাখাওয়াত হোসেন (মৃত:) এর নামে লাইসেন্স নেয়া হলেও কার্যক্রম নেই, ১৫০ নং ট্রেকহোল্ডার আব্দুল হাই, ১৬১ নং ট্রেকহোল্ডার আল ফয়সাল সিকিউরিটিজ, ১৮৮ নং ট্রেকহোল্ডার হিসেবে মো: ইদ্রিস (মৃত:) এর নামে লাইসেন্স নেয়া হলেও কার্যক্রম নেই, ২১১ নং ট্রেকহোল্ডার বুড়িগঙ্গা ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড, ২১২ নং ট্রেকহোল্ডার ডায়নামিক স্টক ম্যানেজমেন্ট লিমিটেড এবং ২৪৭ নং ট্রেকহোল্ডার এফবিএল সিকিউরিটিজ লিমিটেড।

অন্যদিকে পাইলট প্রজেক্টের বাইরে থাকায় সিএসই’র ৩২ সিকিউরিটিজ হাউজ হলো: ৭ নং ট্রেকহোল্ডার এ.কে. খান সিকিউরিটিজ লিমিটেড, ৯ নং ট্রেকহোল্ডার টিএসআই সিকিউরিটিজ লিমিটেড, ১২ নং ট্রেকহোল্ডার এনবিএল সিকিউরিটিজ লিমিটেড, ১৭ নং ট্রেকহোল্ডার ব্রাদার্স সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, ১৮ নং ট্রেকহোল্ডার বি.কে. ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ২৬ নং ট্রেকহোল্ডার যুবক ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ৩৫ নং ট্রেকহোল্ডার মাস্কো শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, ৩৯ নং ট্রেকহোল্ডার ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ৪১ নং ট্রেকহোল্ডার ইউনিটি শেয়ারস ট্রেড লিমিটেড, ৫১ নং ট্রেকহোল্ডার এমকেএম সিকিউরিটিজ লিমিটেড, ৫৭ নং ট্রেকহোল্ডার ন্যাশনাল সিকিউরিটিজ অ্যান্ড কনসালট্যান্টস লিমিটেড, ৬৫ নং ট্রেকহোল্ডার সোলেক্স সিকিউরিটিজ লিমিটেড, ৬৮ নং ট্রেকহোল্ডার শান্তা সিকিউরিটিজ লিমিটেড, ৭১ নং ট্রেকহোল্ডার আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড, ৭২ নং ট্রেকহোল্ডার ওয়াসিস টার্নার লিমিটেড, ৭৫ নং ট্রেকহোল্ডার হাওলাদার সিকিউরিটিজ লিমিটেড, ৭৭ নং ট্রেকহোল্ডারের লাইসেন্স নেয়া থাকলেও কোনো কার্যক্রম নেই, ৭৮ নং ট্রেকহোল্ডার বিডিবিএল সিকিউরিটিজ লিমিটেড, ৯০ নং ট্রেকহোল্ডার ফজলে সিকিউরিটিজ লিমিটেড, ৯৯ নং ট্রেকহোল্ডার নরবান সিকিউরিটিজ লিমিটেড, ১০১ এবি সিকিউরিটিজ লিমিটেড, ১০২ নং ট্রেকহোল্ডার এক্সপ্রেস সিকিউরিটিজ লিমিটেড, ১০৬ নং ট্রেকহোল্ডার প্যারামাউন্ট সিকিউরিটিজ লিমিটেড, ১১১ নং ট্রেকহোল্ডার বিজনেস ক্যাপিটাল শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, ১১৮ নং ট্রেকহোল্ডার সাউদার্ন ক্যাপিটাল লিমিটেড, ১২৪ নং ট্রেকহোল্ডার কনফিডেন্স ইক্যুইটিস লিমিটেড, ১২৬ নং ট্রেকহোল্ডার ফোরমোস্ট সিকিউরিটিজ লিমিটেড, ১২৭ নং ট্রেকহোল্ডার স্মার্ট শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, ১৩৭ নং ট্রেকহোল্ডার নুরজাহান সিকিউরিটিজ লিমিটেড, ১৪০ নং ট্রেকহোল্ডার মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, ১৪১ নং ট্রেকহোল্ডার প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এবং ১৪৩ নং ট্রেকহোল্ডার প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।

শেয়ারবাজারনিউজ/ম.সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.