আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ ডিসেম্বর ২০১৬, বৃহস্পতিবার |

kidarkar

২২ ব্যাংকে আইসিবির গচ্চা ১৬২ কোটি টাকা

icbশেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রায় সব খাতেই বিনিয়োগ রয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি)। এর মধ্যে ব্যাংক খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের বাজারমূল্য ক্রয়মূল্যের চেয়ে নিচে নেমে গেছে। এ খাতে আইসিবির ২টি পোর্টফলিওতে ২২ কোম্পানির লোকসান রয়েছে ১৬২ কোটি টাকা।

কোম্পানিগুলো হলোঃ- এবি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট  সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ট্রার্স্ট ব্যাংক, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক, উত্তরা ব্যাংক এবং সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আইসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুযায়ী, আইসিবির ১নং পোর্টফলিওতে ব্যাংক খাতের ৩০ কোম্পানির মধ্যে ২১ টিতে লোকসানে রয়েছে। বিনিয়োগকৃত ২১ কোম্পানিতে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১৪২ কোটি ৫৭ লাখ ৮৭ হাজার ১০৪ টাকা।

অন্যদিকে ২ নং পোর্টফলিওতে এ খাতের ২১ কোম্পানির মধ্যে ১৪ টিতে লোকসানে রয়েছে। বিনিয়োগকৃত ১৪ কোম্পানিতে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ২০ কোটি ৫ লাখ ৩৫ হাজার ১৯৩ টাকা।

অর্থাৎ ২টি পোর্টফলিওতে ব্যাংক খাতের আইসিবির মোট লোকসান হয়েছে ১৬২ কোটি ৬৩ লাখ ২২ হাজার ২৯৭ টাকা।

নিম্নে ব্যাংক খাতে যে সকল কোম্পানিতে আইসিবির লোকসান রয়েছে তা তুলে ধরা হলোঃ-

আইসিবির ১নং পোর্টফলিওতে ব্যাংক খাতে বিনিয়োগে ৩০ টি ব্যাংকের মধ্যে ২১টি ব্যাংকে লোকসান রয়েছে। এর মধ্যে এবি ব্যাংকে লোকসান রয়েছে ৩৪ কোটি ২৬ লাখ ৫৩ হাজার ৯৭৯ টাকা, আল-আরাফাহ ইসলামী ব্যাংকে লোকসান রয়েছে ১০ কোটি ২১ লাখ ১২ হাজার ৬৫২ টাকা, ব্যাংক এশিয়ার লোকসান রয়েছে ৩৩ লাখ ২৫ হাজার ৭৪২ টাকা, ঢাকা ব্যাংকে লোকসান রয়েছে ২ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ৭১ টাকা, এক্সিম ব্যাংকে লোকসান রয়েছে ৮১ লাখ ৭৮ হাজার ৮৮ টাকা, ফার্স্ট  সিকিউরিটি ইসলামী ব্যাংকে লোকসান রয়েছে ৯ কোটি ৩১ লাখ ৫৪ হাজার ২০১ টাকা,  আইএফআইসি ব্যাংকে লোকসান রয়েছে ৮ কোটি ৮৪ হাজার ৮৬ লাখ ২৮৬ টাকা, আইসিবি ইসলামী ব্যাংকে লোকসান রয়েছে ১ কোটি ৪৪ লাখ ৩৫ হাজার ৮৩৪ টাকা, যমুনা ব্যাংকে লোকসান রয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৩৪ হাজার ২৯৫ টাকা, মার্কেন্টাইল ব্যাংকে লোকসান রয়েছে ৮ কোটি ৭২ লাখ ৬৪ হাজার ৭২০ টাকা, এনসিসি ব্যাংকে লোকসান রয়েছে ২ কোটি ৭৭ লাখ ৪৮ হাজার ৩২১ টাকা, প্রিমিয়ার ব্যাংকে লোকসান রয়েছে ৪ কোটি ১ লাখ ১৫ হাজার ২৫৫ টাকা, প্রাইম ব্যাংকে লোকসান রয়েছে ১৫ কোটি ৩৬ লাখ ৩৪ হাজার ৬৪৫ টাকা, পূবালী ব্যাংকে লোকসান রয়েছে ৭ কোটি ৮০ লাখ ৩৪ হাজার ৬৭৭ টাকা, রূপালী ব্যাংকে লোকসান রয়েছে ১০ লাখ ৭৮ হাজার ৭৭৭ টাকা, শাহজালাল ইসলামী ব্যাংকে লোকসান রয়েছে ২ কোটি ৯৬ লাখ ২০ হাজার ২৭৭ টাকা, সাউথইস্ট ব্যাংকে লোকসান রয়েছে ৯ কোটি ৬৮ লাখ ৫৩ হাজার ৭৬৪ টাকা, স্ট্যান্ডার্ড ব্যাংকে লোকসান রয়েছে ৩ কোটি ৮ লাখ ৩ হাজার ৪৩৩ টাকা, ট্রার্স্ট ব্যাংকে লোকসান রয়েছে ২ লাখ ৬৯ হাজার ২৫৮ টাকা, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকে লোকসান রয়েছে ৬ কোটি ৬৮ লাখ ৭১ হাজার  ৫২১ টাকা এবং উত্তরা ব্যাংকে লোকসান রয়েছে ৮ কোটি ৭৭ লাখ ৬৫ হাজার ৩০৮ টাকা।

আইসিবির ২নং পোর্টফলিওতে ব্যাংক খাতে বিনিয়োগে ২১ টি ব্যাংকের মধ্যে ১৪টি ব্যাংকে লোকসান রয়েছে। এগুলো হলো: এবি ব্যাংকে লোকসান রয়েছে ৩ কোটি ৬৫ লাখ ৭১ হাজার ২৬ টাকা, আল-আরাফাহ ইসলামী ব্যাংকে লোকসান রয়েছে ১০ লাখ ১৯ হাজার ৪৯২ টাকা, ঢাকা ব্যাংকে লোকসান রয়েছে ২২ লাখ ৮৫ হাজার ৬৪১ টাকা, এক্সিম ব্যাংকে লোকসান রয়েছে ৩১ লাখ ৭৩ হাজার ৩২৬ টাকা, আইএফআইসি ব্যাংকে লোকসান রয়েছে ৯৫ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা, মার্কেন্টাইল ব্যাংকে লোকসান রয়েছে ১ কোটি ৯২ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা, প্রিমিয়ার ব্যাংকে লোকসান রয়েছে ৩ লাখ ৫৯ হাজার ৩৩২ টাকা, প্রাইম ব্যাংকে লোকসান রয়েছে ৮১ লাখ ৭২ হাজার ৯৯২ টাকা, পূবালী ব্যাংকে লোকসান রয়েছে ৩৩ লাখ ১৮ হাজার ৮৬২ টাকা, শাহজালাল ইসলামী ব্যাংকে লোকসান রয়েছে ৬০ লাখ ৬০ হাজার ৮৬৬ টাকা, সোস্যাল ইসলামী ব্যাংকে লোকসান রয়েছে ২৯ লাখ ২৩ হাজার ৪৭৩ টাকা, সাউথইস্ট ব্যাংকে লোকসান রয়েছে ১ কোটি ৫১ লাখ ২৫ হাজার ৫৪০ টাকা, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকে লোকসান রয়েছে ৯ কোটি ১২ লাখ ২৮ হাজার ৩৩১ টাকা এবং উত্তরা ব্যাংকে লোকসান রয়েছে ১৫ লাখ ২৬ হাজার ১২২ টাকা।

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.