আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৫ ডিসেম্বর ২০১৬, রবিবার |

kidarkar

৩৮ কোম্পানিতে আটকে আছে ১৯ কোটি টাকা

icb otcশেয়ারবাজার রিপোর্ট: ওভার দ্য কাউন্টার মার্কেটের (ওটিসি) ৩৮ কোম্পানিতে আইসিবি’র মোট বিনিয়োগ রয়েছে ১৯ কোটি ১৩ লাখ ৩১ হাজার ৫৯০ টাকা যার বর্তমান বাজার মূল্য ১৫ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৬৩ টাকা। সে হিসেবে ওভার দ্য কাউন্টার মার্কেটে আইসিবির লোকসান ৩ কোটি ৬৯ লাখ ৪০ হাজার ৫২৭ টাকা। আর এসব কোম্পানির মধ্যে যেগুলোর অবস্থা মোটামুটি ভালো রয়েছে সেগুলোকে মূল মার্কেটে ফিরিয়ে আনতে আইসিবি চেষ্টা করছে বলে জানা গেছে।

ওটিসি মার্কেটে আইসিবির বিনিয়োগকৃত কোম্পানিগুলো হলো: নিলয় সিমেন্ট, বেঙ্গল ফাইন কেমিক্যাল, ওয়ান্ডাল্যান্ড টয়েস, আলফা টোবাকো, আমান সী ফুড, বাংলাদেশ লিফ টোবাকো কোম্পানি, বায়োনিক সি ফুডস, ঢাকা ফিশারিজ, জার্মান বাংলা জে,ভি ফুজস, গালফ ফুডস, মেঘনা সিরামস কালচার, মর্ডাণ ইন্ডাস্ট্রিজ, ইউসুফ ফ্লাওয়ার, এপেক্স ওয়েভিং, আশরাফ টেক্সটাইল, বাংলাদেশ জিপার ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ডাইং এ্যান্ড ফিনিসিং ইন্ডাস্ট্রিজ, চিক টেক্সটাইল, ড্যান্ডি ডাইং, ডায়নামিক টেক্সটাইল, এম এইচ গার্মেন্টস, মিতা টেক্সটাইল, মুন্নু ফেব্রিক্স, কাশেম টেক্সটাইল, সজিব নিটিং অ্যান্ড গার্মেন্টস, শ্রীপুর টেক্সটাইল মিলস, বিডি লাগেজ ইন্ডাস্ট্রিজ, লেসকো, রোজ হ্যাবেন বলপেন, ম্যাক পেপার ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ, বাংলা প্রসেস, পারফিউম কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ, রহমান ক্যামিক্যালস, থ্যারাপিউটিক্স বাংলাদেশ, বাংলাদেশ ইলেকট্রিক মিটার কোম্পানি, এক্সেলসিয়র সুজ, বাংলাদেশ কেমিক্যালস এবং পদ্মা প্রিন্টার্স লিমিটেড।

এসকল কোম্পানিগুলোর মধ্যে নিলয় সিমেন্টে আইসিবির বিনিয়োগ রয়েছে ১ হাজার টাকা,  বেঙ্গল ফাইন কেমিক্যালে ৯৩ লাখ ৩ হাজার ৩১৬ টাকা, ওয়ান্ডাল্যান্ড টয়েসে ৩১ লাখ ২২ হাজার ৪৯৫ টাকা, আলফা টোবাকোতে ৭ লাখ ২৭ হাজার ৮৫ টাকা, আমান সি ফুডে ৩৬ হাজার ৫৯০ টাকা, বাংলাদেশ লিফ টোবাকো কোম্পানিতে ১০ লাখ ৫৬ হাজার ৬৫ টাকা, বায়োনিক সি ফুডসে ৫ লাখ ৪৮ হাজার ৯৫০ টাকা, ঢাকা ফিশারিজে ৯ হাজার ৪০৩ টাকা, জার্মান বাংলা জে,ভি ফুজসে ১ লাখ ১৫ হাজার টাকা, গালফ ফুডসে ২১ হাজার ৭২২ টাকা, মেঘনা সিরামস কালচারে ২৬ লাখ ৭৮ হাজার ১১২ টাকা, মর্ডাণ ইন্ডাস্ট্রিজে ৫৮ হাজার টাকা, ইউসুফ ফ্লাওয়ারে ৩ হাজার ৫০০ টাকা, এপেক্স ওয়েভিংয়ে ৩ কোটি ১২ লাখ ৬৭ হাজার ৫৬৪ টাকা, আশরাফ টেক্সটাইলে ৬২ লাখ ১২ হাজার ৪৪০ টাকা, বাংলাদেশ জিপার ইন্ডাস্ট্রিজে ৮৭ লাখ ৮০ হাজার ৮৫৫ টাকা।

বাংলাদেশ ডাইং এ্যান্ড ফিনিসিং ইন্ডাস্ট্রিজে ৪ কোটি ৮০ লাখ ৫৪ হাজার ৩৭৪ টাকা, চিক টেক্সটাইলে ১৪ লাখ ৫০ হাজার ৯৪০ টাকা, ড্যান্ডি ডাইংয়ে ৯ লাখ ১২ হাজার ১২৫ টাকা, ডায়নামিক টেক্সটাইলে ১ লাখ ৯২ হাজার ২০ টাকা, এম এইচ গার্মেন্টসে ৪ লাখ ৪ হাজার ২০০ টাকা, মিতা টেক্সটাইলে ৪৫ লাখ ৯৭ হাজার ৩৯৬ টাকা, মুন্নু ফেব্রিক্সে ২ কোটি ৬৫ লাখ ২৫ হাজার ২৮৯ টাকা, কাশেম টেক্সটাইলে ১৪ হাজার ৯৫০ টাকা, সজিব নিটিং অ্যান্ড গার্মেন্টসে ১৮ হাজার ৫০০ টাকা, শ্রীপুর টেক্সটাইল মিলসে ১৩ লাখ ১৭ হাজার ৮৫৪ টাকা, বিডি লাগেজ ইন্ডাস্ট্রিজে ১ কোটি ২৭ লাখ ৫৭ হাজার ৮২৫ টাকা, লেসকোতে ১০ টাকা, রোজ হ্যাবেন বলপেনে ১৮ হাজার ৩৫০ টাকা, ম্যাক পেপার ইন্ডাস্ট্রিজে ২৭ লাখ ৯২ হাজার ৫৮৩ টাকা, বাংলাদেশ কেমিক্যালস ইন্ডাস্ট্রিজে ১ কোটি ৫৬ লাখ, ৩৩ হাজার ৬৭৮ টাকা, বাংলা প্রসেসে ২৯ হাজার ৪৯৩ টাকা, পারফিউম কেমিক্যালস ইন্ডাস্ট্রিজে ২০ লাখ ৭৫ হাজার ৯৬৭ টাকা, রহমান ক্যামিক্যালসে ৫ লাখ ৫০ হাজার ৪২২ টাকা, থ্যারাপিউটিক্স বাংলাদেশে ৩৭ হাজার ৮৬৮ টাকা, বাংলাদেশ ইলেকট্রিক মিটার কোম্পানিতে ৪১ লাখ ৭৩ হাজার ৩০০ টাকা, এক্সেলসিয়র সুজে ৫১ লাখ ১১ হাজার ৪৪০ টাকা, বিসিআইএলে ৭ লাখ ৯ হাজার ৬০০ টাকা এবং পদ্মা পিন্টার্স লিমিটেডে আইসিবির বিনিয়োগ রয়েছে ১১ হাজার ৩১০ টাকা।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.