আজ: মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ইং, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৯ ডিসেম্বর ২০১৬, বৃহস্পতিবার |

kidarkar

পুঁজিবাজারে আসছে বিদেশিদের টাকা: ১০ কোম্পানিতে বিনিয়োগ সাড়ে ১৩ হাজার কোটি

dse-cseশেয়ারবাজার রিপোর্ট:  প্রতিটি মাসেই শেয়ারবাজারে বিদেশিদের বিনিয়োগের পরিমাণ বেড়ে চলেছে। ২০১৫ সালের ডিসেম্বরের শেষে দেশের তালিকাভুক্ত ৮৮টি কোম্পানিতে বিদেশিদের মোট বিনিয়োগ ছিল ৯ হাজার ১৩২ কোটি টাকা। সেখানে গত নভেম্বর শেষে ১১৪ কোম্পানিতে বিদেশিদের মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৬৫ কোটি টাকা। অর্থাৎ গত ১১ মাসের ব্যবধানে বিদেশিদের বিনিয়োগ বেড়েছে ৬ হাজার ৫৩৩ কোটি টাকা বা প্রায় ৭২ শতাংশ।

এদিকে যেসব কোম্পানিকে ঘিরে বিদেশিরা তাদের বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে চলছে সেখানে ১০টি কোম্পানি চিহ্নিত হয়েছে যেখানে তাদের বিনিয়োগের পরিমাণ ১৩ হাজার ৬৪১ টাকা। অর্থাৎ মোট বিনিয়োগের বেশিরভাগই রয়েছে এই ১০ কোম্পানিকে ঘিরে।

ডিএসই থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়,  গত নভেম্বর শেষে শেয়ারের বাজার মূল্যে বিদেশিদের সর্বাধিক প্রায় ২ হাজার ৪১১ কোটি টাকার বিনিয়োগ ছিল স্কয়ার ফার্মায়। এরপরের অবস্থানে ছিল অলিম্পিক ইন্ডাস্ট্রিজে ২ হাজার ২২৬ কোটি টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে ২ হাজার ২০৫ কোটি টাকা। এছাড়া বাজারদরের হিসেবে বিদেশিদের বিনিয়োগ করা শেয়ারের মূল্যে ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে ১ হাজার ৯২২ কোটি টাকা, রেনেটাতে ১ হাজার ২৫৮ কোটি টাকা, বেক্সিমকো ফার্মাতে ১ হাজার ২৩৮ কোটি টাকা, গ্রামীণফোনে ৮৫৭ কোটি টাকা, বিএসআরএম লিমিটেডে ৭৭৬ কোটি টাকা, ডিবিএইচে ৪৩৯ কোটি টাকা, ইসলামী ব্যাংকে ৩০৯ কোটি টাকা দাঁড়িয়েছে। অর্থাৎ এই ১০ কোম্পানিকে বিদেশিদের বিনিয়োগের পরিমাণ ১৩ হাজার ৬৪১ টাকা।

এছাড়া শেয়ার ধারণের বিষয় বিবেচনায় গত নভেম্বরে সর্বাধিক প্রায় ৩ শতাংশ শেয়ার ধারণ বেড়েছে ডেফোডিল কম্পিউটার্সে। গত অক্টোবর শেষে এ কোম্পানিতে বিদেশিদের কোনো বিনিয়োগ ছিল না। অর্থাৎ নভেম্বরে তা ২ দশমিক ৯১ শতাংশে উন্নীত হয়েছে। এছাড়া জিএসপি ফাইন্যান্সে ১ দশমিক ৩৭ শতাংশ, বেক্সিমকো ফার্মায় ১ দশমিক ০৬ শতাংশ শেয়ার ধারণ বেড়েছে। উল্লেখযোগ্য শেয়ার ধারণ বেড়েছে আর্গন ডেনিম, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বারাকা পাওয়ার, ইউনিয়ন ক্যাপিটাল, এপেক্স ফুডস, বে লিজিংসহ কিছু কোম্পানিতে।

তবে বিদেশিরা কোনো কোম্পানির মোট শেয়ারের মধ্যে (শতাংশের হারে) সর্বাধিক ৪১ দশমিক ৩৮ শতাংশ শেয়ার ধারণ করছে ব্র্যাক ব্যাংকের। এরপরের অবস্থানে আছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৩৯ দশমিক ৫৫ শতাংশ, বেক্সিমকো ফার্মার প্রায় ৩৯ শতাংশ, ডিবিএইচের ৩৫ শতাংশ, নর্দার্ন জুটের ৩০ শতাংশ, বিএসআরএম লিমিটেডের ২৯ দশমিক ৩১ শতাংশ, রেনেটাতে পৌনে ২২ শতাংশ, স্কয়ার ফার্মার পৌনে ১৯ শতাংশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সাড়ে ১৪ শতাংশ, বেক্সিমকো লিমিটেডের প্রায় ১০ শতাংশ শেয়ার রয়েছে বিদেশিদের পোর্টফোলিওতে।

 

শেয়ারবাজারনিউজ/ম.সা

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.