আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ জানুয়ারী ২০১৭, সোমবার |

kidarkar

মুনাফা বৃদ্ধিতে ২০ ব্যাংক

Bank_ব্যাংকশেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত বছরে (২০১৬) দেশের সরকারী বেসরকারী ব্যাংকগুলোর মধ্যে ২০টি ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে। পরিচালন মুনাফা কমেছে ৬টির এবং লোকসানে রয়েছে ১টি ব্যাংক কোম্পানি।

পরিচালন মুনাফা বেড়েছে এমন ব্যাংক কোম্পানির মধ্যে রয়েছে- ন্যাশনাল ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, দ্য সিটি ব্যাংক, আল-আরাফাহ ইসলামি ব্যাংক, এক্সিম ব্যাংক, এসআইবিএল, মার্কেন্টাইল ব্যাংক, প্রাইম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ওয়ান ব্যাংক, যমুনা ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংক।

এছাড়া নতুন ৯ ব্যাংকের মধ্যে এনআরবি কমার্শিয়াল ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, মেঘনা ব্যাংক, মধুমতি ব্যাংক পরিচালন মুনাফা করেছে।

অন্যদিকে, পরিচানলন মুনাফা কমেছে পূবালী ব্যাংক, এনসিসি ব্যাংক, ব্যাংক এশিয়া, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং বেসিক ব্যাংকের। এছাড়া পরিচালন লোকসানে রয়েছে রুপালী ব্যাংক লিমিটেড।

আগের মতোই পরিচালন মুনাফায় শীর্ষে রয়েছে বেসরকারি খাতের ব্যাংক কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এছাড়া মুনাফায় ভালো প্রবৃদ্ধি হয়েছে ব্র্যাক, দ্য সিটি, মার্কেন্টাইল, ট্রাস্ট, এক্সিম, সোস্যাল ইসলামী, আল-আরাফাহসহ বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকের। তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো পরিচালন মুনাফায় পিছিয়েছে। আর দুই বছর পরিচালন লোকসান দেয়ার পর মুনাফায় ফিরেছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক। বছরের শেষ দিন গতকাল ব্যাংকগুলো থেকে এ তথ্য পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৬ সাল শেষে ইসলামী ব্যাংক ২ হাজার ৩ কোটি টাকার পরিচালন মুনাফা করেছে। ২০১৫ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ১ হাজার ৮০৮ কোটি টাকা। এ হিসাবে বিদায়ী বছরে ব্যাংকটির পরিচালন মুনাফা বেড়েছে প্রায় ১১ শতাংশ।

ন্যাশনাল ব্যাংক: পরিচালন মুনাফার দ্বিতীয় শীর্ষে রয়েছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক। বছর শেষে ব্যাংকটি পরিচালন মুনাফা করেছে ১ হাজার ১২৮ কোটি টাকা। ২০১৫ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৮২৬ কোটি টাকা।

ব্র্যাক ব্যাংক: ২০১৬ সালে ৯২৫ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে বেসরকারী খাতের ব্র্যাক ব্যাংক। এর আগের বছর ৭৮০ কোটি টাকার পরিচালন মুনাফা করেছিল ব্র্যাক ব্যাংক। অর্থাৎ ২০১৬ সালে প্রায় ১৯ শতাংশ মুনাফা প্রবৃদ্ধি হয়েছে ব্যাংকটির।

সাউথইস্ট ব্যাংক: ৮৬৩ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে বেসরকারি খাতের সাউথইস্ট ব্যাংক। ২০১৫ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৮৩৪ কোটি টাকা।

দ্য সিটি ব্যাংক: প্রায় ১৪ শতাংশ পরিচালন মুনাফা প্রবৃদ্ধি করেছে বেসরকারি খাতের দ্য সিটি ব্যাংক। ২০১৬ সালে ৭৬০ কোটি টাকার পরিচালন মুনাফা করেছে ব্যাংকটি। ২০১৫ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৬৬৭ কোটি টাকা।

আল-আরাফাহ ইসলামি ব্যাংক: ২০১৬ সালে ৭৫৪ কোটি টাকার পরিচালন মুনাফা করেছে ব্যাংকটি। ২০১৫ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৬২৮ কোটি টাকা।

এক্সিম ব্যাংক: এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ (এক্সিম) ২০১৬ সালে ৬৯০ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। ২০১৫ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৬৫০ কোটি টাকা।

এসআইবিএল: সোস্যাল ইসলামী ব্যাংক ৬০৩ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। আগের বছর অর্থাৎ ২০১৫ সালে এর পরিচালন মুনাফা ছিল ৫২৮ কোটি টাকা।

মার্কেন্টাইল ব্যাংক: ২০১৬ সালে ব্যাংকটি পরিচালন মুনাফা করেছে ৫০৮ কোটি টাকা। ২০১৫ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৩৯৩ কোটি টাকা।

এছাড়া ভালো পরিচালন মুনাফা হয়েছে, এমন ব্যাংকগুলোর মধ্যে প্রাইম ব্যাংকের পরিচালন মুনাফার পরিমাণ ৬২৫ কোটি, ট্রাস্ট ব্যাংকের ৫০১ কোটি, প্রিমিয়ার ব্যাংকের ৩৫০ কোটি, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৩৭৫ কোটি, আইএফআইসি ব্যাংকের ৪৩০ কোটি, ওয়ান ব্যাংকের ৪৫০ কোটি, যমুনা ব্যাংকের ৪৫০ কোটি ও বাংলাদেশ কমার্স ব্যাংকের ২৩ কোটি টাকা।

নতুন ব্যাংক কোম্পানি:

২০১৬ সালে উল্লেখযোগ্য পরিচালন মুনাফা করতে সমর্থ হয়েছে। নতুন নয়টি ব্যাংকের মধ্যে এনআরবি কমার্শিয়াল ব্যাংক ১৭২ কোটি, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক ১৫৪ কোটি, মেঘনা ব্যাংক ১০২ কোটি ও মধুমতি ব্যাংক ৯২ কোটি টাকার পরিচালন মুনাফা করেছে।

পরিচালন মুনাফা কমে যাওয়া:

ব্যাংকিং খাতের মুনাফার প্রবৃদ্ধির বছরেও পরিচালন মুনাফা কমেছে বেসরকারি খাতের পূবালী, এনসিসি ও ব্যাংক এশিয়ার। ২০১৫ সালে পূবালী ব্যাংক ৭৮০ কোটি টাকার পরিচালন মুনাফা করলেও ২০১৬ সালে তা নেমে এসেছে ৭২০ কোটি টাকায়। ২০১৬ সালে ৪৭০ কোটি টাকার পরিচালন মুনাফা করেছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক। যদিও এর আগের বছর ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৫১৩ কোটি টাকা। ২০১৬ সালে বেসরকারি খাতের ব্যাংক এশিয়া পরিচালন মুনাফা করেছে ৫৯০ কোটি টাকা। ২০১৫ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৬০০ কোটি টাকা।

সরকারী ব্যাংক:

বেসরকারি ব্যাংকগুলো পরিচালন মুনাফায় ভালো করলেও পিছিয়ে আছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। রাষ্ট্রায়ত্ত সবচেয়ে বড় সোনালী ব্যাংক ২০১৬ সালে পরিচালন মুনাফা করেছে ৩০২ কোটি টাকা। যদিও ব্যাংকটি ২০১৫ সালে ৮৬৫ কোটি ও ২০১৪ সালে ৮৫৪ কোটি টাকার পরিচালন মুনাফা করেছিল। রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক ২০১৬ সালে ৫০০ কোটি টাকার পরিচালন মুনাফা করেছে। যদিও এর আগে ২০১৫ সালে ১ হাজার ৭২ কোটি ও ২০১৪ সালে ১ হাজার ৬৮ কোটি টাকার পরিচালন মুনাফা করেছিল ব্যাংকটি।

শেয়ারবাজারে নিবন্ধিত রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক ২০১৬ সালে ৯২ কোটি টাকার পরিচালন লোকসান করেছে। এর আগে ২০১৫ সালে ২৫ কোটি টাকার পরিচালন মুনাফায় ছিল ব্যাংকটি। এছাড়া, টানা দুই বছর পরিচালন লোকসান গোনার পর পরিচালন মুনাফায় ফিরেছে অনিয়ম-দুর্নীতিতে বিপর্যস্ত রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক। ২০১৬ সালে ব্যাংকটি ১৪ কোটি ৮৭ লাখ টাকা পরিচালন মুনাফা করেছে। এর আগে ২০১৫ সালে ২৫৬ কোটি ও ২০১৪ সালে ৯৮ কোটি টাকার পরিচালন লোকসান দিয়েছিল ব্যাংকটি।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.