আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৮ জানুয়ারী ২০১৭, রবিবার |

kidarkar

১১ কোম্পানির বিরুদ্ধে কারসাজির অভিযোগ

BSECশেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে। সংঘবদ্ধভাবে এসব কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এগুলো হলো: সুহৃদ ইন্ডাস্ট্রিজ, মাইডান্স ফাইন্যান্স, পেনিনসুলা চিটাগাং, শমরিতা হাসপাতাল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, জিপিএইচ ইস্পাত, ইস্টার্ণ লুব্রিকেন্টস, সোনারগাঁও টেক্সটাইল, ইফাদ অটোকার্স, বিডি অটোকার্স এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এদিকে সাম্প্রতিক সময়ে এসব কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি হওয়ার কারণ খতিয়ে বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ কাজ করছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

জানা যায়, সাম্প্রতিক সময়ে সুহৃদ ইন্ডাস্ট্রিজের ২৮.৫৭ শতাংশ, মাইডান্স ফাইন্যান্সের ১৭.২৭ শতাংশ, পেনিনসুলা চিটাগাংয়ের ৬০.৪১ শতাংশ, শমরিতা হাসপাতালের ২১.১৩ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৩১.২৫ শতাংশ, জিপিএইচ ইস্পাতের ১২.৯০ শতাংশ, ইস্টার্ণ লুব্রিকেন্টসের ২৭.৭৬ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ২১.২১ শতাংশ, ইফাদ অটোকার্সের ১৬.৯৭ শতাংশ, বিডি অটোকার্সের ৩০.৮৫ শতাংশ এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৬.৯২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

এর আগে শেয়ার দরে অস্বাভাবিক উল্লম্ফনের পেছনে কারসাজি বা বিধি বহির্ভূতভাবে মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ হয়েছে কিনা জানতে চেয়ে কোম্পানিগুলোকে গত সপ্তাহে (১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত) শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কিন্তু কোম্পানিগুলোর পক্ষ থেকে দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষরা।

কোম্পানিগুলোর বিষয়ে বিএসইসি’র সার্ভিলেন্স বিভাগের এক ঊর্ধতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে শেয়ারবাজারনিউজ ডটকমকে বলেন, যেহেতু কোম্পানিগুলোর পক্ষ থেকে কোন মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ হয়নি তাই এখানে অন্য কোন পক্ষ থেকে কারসাজি হয়েছে কিনা আমরা খতিয়ে দেখবো। কারসাজির ঘটনা ঘটে থাকলে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সুহৃদ ইন্ডাস্ট্রিজ: প্রকৌশল খাতের এ কোম্পানিটির শেয়ার দর গত ১২ কার্যদিবসের দুইদিন বাদে ১০ দিনই বেড়েছে। গত ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে এ কোম্পানিটির শেয়ার দর ছিল ১০.৫০ টাকা। যা ৫ জানুয়ারি ২০১৭ তারিখে বেড়ে দাঁড়ায় ১৩.৫০ টাকায়। আলোচিত সময়ে কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা বা ২৮.৫৭ শতাংশ।

মাইডান্স ফাইন্যান্স: আর্থিক খাতের এ কোম্পানিটির শেয়ার দর গত ১৪ কার্যদিবসের মধ্যে ১০ দিনই বেড়েছে। গত ১৮ ডিসেম্বর ২০১৬ তারিখে এ কোম্পানিটির শেয়ার দর ছিল ২২ টাকা। যা ৫ জানুয়ারি ২০১৭ তারিখে বেড়ে দাঁড়ায় ২৫.৮০ টাকায়। আলোচিত সময়ে কোম্পানিটির দর বেড়েছে ৩.৮০ টাকা বা ১৭.২৭ শতাংশ।

পেনিনসুলা চিটাগাং: ভ্রমণ ও অবকাশ খাতের এ কোম্পানিটির শেয়ার দর গত ১২ কার্যদিবস ধরে টানা বাড়ছে। গত ২১ ডিসেম্বর এ কোম্পানিটির শেয়ার দর ছিল ২৪ টাকা। যা ৫ জানুয়ারি বেড়ে দাঁড়ায় ৩৮.৫০ টাকায়। আলোচিত সময়ে কোম্পানিটির দর বেড়েছে ১৪.৫০ টাকা বা ৬০.৪১ শতাংশ।

শমরিতা হাসপাতাল: সেবা ও আবাসন খাতের এ কোম্পানিটির শেয়ার দর গত ৬ কার্যদিবস ধরে বাড়ছে। গত ২৯ ডিসেম্বর এ কোম্পানিটির শেয়ার দর ছিল ৬৭.২০ টাকা। যা ৫ জানুয়ারি বেড়ে দাঁড়ায় ৮১.৪০ টাকায়। আলোচিত সময়ে কোম্পানিটির দর বেড়েছে ১৪.২০ টাকা বা  ২১.১৩ শতাংশ।

অলটেক্স ইন্ডাস্ট্রিজ: বস্ত্র খাতের এ কোম্পানির শেয়ার দর গত ১৩ কার্যদিবস ধরে বাড়ছে। গত ২১ ডিসেম্বর ২০১৬ এ কোম্পানির শেয়ার দর ছিল ৯.৯০ টাকা। যা ৫ জানুয়ারি বেড়ে দাড়ায় ১৪.৪০ টাকা। সে হিসেবে আলোচিত সময়ে কোম্পানির শেয়ার দর ৪.৫০ টাকা বা ৩১.২৫ শতাংশ বেড়েছে।

জিপিএইচ ইস্পাত: প্রকৌশল খাতের এ কোম্পানির শেয়ার দর গত ৮ কার্যদিবস ধরে টানা বাড়ছে। গত ২৭ ডিসেম্বর ২০১৬ এ কোম্পানির শেয়ার দর ছিল ৩৪.১০ টাকা। যা ৫ জানুয়ারি ২০১৭ তারিখে বেড়ে দাড়ায় ৩৮.৫০ টাকায়। সে হিসেবে আলোচিত সময়ে কোম্পানির শেয়ার দর ৪.৪০ টাকা বা ১২.৯০ শতাংশ বেড়েছে।

ইস্টার্ণ লুব্রিকেন্টস: বিদ্যুৎ ও জ্বালানী খাতের এ কোম্পানির শেয়ার দর গত ১৪ কার্যদিবস ধরে বাড়ছে। গত ১৮ ডিসেম্বর ২০১৬ এ কোম্পানির শেয়ার দর ছিল ১০১৪ টাকা। যা ৫ জানুয়ারি বেড়ে দাড়ায় ১২৯৫.৯০ টাকায়। সে হিসেবে আলোচিত সময়ে কোম্পানির শেয়ার দর বেড়েছে ২৮১.৫০ টাকা বা ২৭.৭৬ শতাংশ।

সোনারগাঁও টেক্সটাইল: বস্ত্র খাতের এ কোম্পানির শেয়ার দর গত ৮ কার্যদিবস ধরে বাড়ছে। গত ২৭ ডিসেম্বর ২০১৬ এ কোম্পানির শেয়ার দর ছিল ৯.৯০ টাকা। যা ৫ জানুয়ারি বেড়ে দাড়ায় ১২ টাকায়। সে হিসেবে আলোচিত সময়ে কোম্পানির শেয়ার দর ২.১০ টাকা বা ২১.২১ শতাংশ বেড়েছে।

ইফাদ অটোকার্স: প্রকৌশল খাতের এ কোম্পানির শেয়ার দর গত ৮ কার্যদিবস ধরে টানা বাড়ছে। গত ২৭ ডিসেম্বর ২০১৬ এ কোম্পানির শেয়ার দর ছিল ৯৩.৯০ টাকা। যা ৫ জানুয়ারি বেড়ে দাড়ায় ১১৩.১০ টাকায়। সে হিসেবে আলোচিত সময়ে কোম্পানির শেয়ার দর বেড়েছে ১৯.২০ টাকা বা ১৬.৯৭ শতাংশ।

বিডি অটোকার্স: প্রকৌশল খাতের এ কোম্পানির শেয়ার দর গত ৮ কার্যদিবস ধরে টানা বাড়ছে। গত ২৭ ডিসেম্বর ২০১৬ এ কোম্পানির শেয়ার দর ছিল ৭৪.২০ টাকা। যা ৫ জানুয়ারি বেড়ে দাড়ায় ৯৬.৮০ টাকায়। সে হিসেবে আলোচিত সময়ে কোম্পানির শেয়ার দর ২২.৬০ টাকা বা ৩০.৮৫ শতাংশ বেড়েছে।

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স: বিমা খাতের এ কোম্পানির শেয়ার দর গত ১২ কার্যদিবস ধরে টানা বাড়ছে। গত ২০ ডিসেম্বর ২০১৬ এ কোম্পানির শেয়ার দর ছিল ২৬.৫০ টাকা। যা ৫ জানুয়ারি বেড়ে দাড়ায় ৩১.৯০ টাকায়। সে হিসেবে আলোচিত সময়ে কোম্পানির শেয়ার দর ৫.৪০ টাকা বা ১৬.৯২ শতাংশ বেড়েছে।

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.